কাইছারুল ইসলাম
মহেশখালীর মাতারবাড়ীতে বেপরোয়া টমটম গাড়ির চাপায় রোকেয়া বেগম(৩) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার (৪ অক্টোবর) মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্প সংলগ্ন, সাইরারডেইল নামক স্থানে বিকাল ৫ ঘটিকার সময় এ দুর্ঘটনাটি ঘটে। উক্ত স্থানে উত্তাল জনতা রাস্তায় ব্রিগেড দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে রেখেছে (এ রিপোর্ট লেখা পর্যন্ত)। ফলে মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের অনেক গাড়ি আটকা পড়ে গেছে। স্থানীয় প্রশাসন ঘটনাটি সমাধানের চেষ্টা চালাচ্ছে। নিহত রোকেয়া (৩) স্থানীয় ০৯ নং ওয়ার্ড সাইরার ডেইল এলাকার ছাবর বদ্দার’র নাতি ইসিম মাঝির মেয়ে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকাল ৫ ঘটিকার সময় রোকেয়া রাস্তার পাশে খেলা করছিল। কয়লাবিদ্যুৎ প্রকল্প হতে নতুন বাজার গামী একটি টমটম বেপরোয়াভাবে রোকেয়াকে চাপা দিয়ে পালিয়ে যায়। রোকেয়া তৎক্ষনাৎ ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন বলে জানান তারা। স্থানীয়রা জানান, দুর্ঘটনার প্রধান কারণ অদক্ষ ড্রাইভার। অদক্ষ ড্রাইভারদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে শত শত মানুষের দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হচ্ছে। ড্রাইভারদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলার জন্য প্রশাসনের নিকট আহবান জানান তারা। মহেশখালী থানার ওসি মুহাম্মদ আবদুল হাই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে আমাদের প্রশাসনের টিম রয়েছে। এখনো পর্যন্ত চালককে সনাক্ত করা হয়নি। চালক সনাক্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঘাতক টমটম চালক ৪নং ওয়ার্ডের (মনহাজীর পাড়া) বাসিন্দা আলী বলে সনাক্ত করেন স্থানীয়রা।