কাইছারুল ইসলাম, মহেশখালী।
করোনা মহামারির প্রথম ধাক্কার মতো দ্বিতীয় ধাক্কার এই দুঃসময়েও জীবন-জীবিকা নির্বাহের জন্য আবারও মানবিক সহায়তা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।অতি দরিদ্র, কর্মহীন, দিনমজুর, রিকশা ও ভ্যানচালক, পরিবহন শ্রমিক এবং কৃষকসহ মহামারির ছোবলে ক্ষতিগ্রস্ত স্বল্প আয়ের মানুষের জন্য মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।
তারই ধারাবাহিকতায় রমজান ও করোনা সংক্রমণের ক্রান্তিকালে মহেশখালীর মাতারবাড়ীতে কর্মহারা ও অসচ্ছল ২৪০ জন পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার প্রথম ধাপে ১০০ জন এবং ২ মে (রবিবার) ১৪০ জন পরিবহন শ্রমিককে মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করেছেন চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মহেশখালী উপজেলায় করোনা মহামারীর কারণে কর্মহীন ও দুস্থ অসহায়দের মাঝে ৮ টি ইউনিয়নে ২২৮৪০ টি পরিবারে মোট ১,০২,৭৮,০০০ টাকা ও ১ টি পৌরসভায় ৩০৮১টি পরিবারে মোট ১৩,৮৬,৪৫০ টাকা প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হবে। এর মধ্যে মাতারবাড়ীতে ৫৫০ জনকে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হবে।
মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ বলেন, মাতারবাড়ীতে সামাজিক দূরত্ব মেনে কর্মহীন পরিবহন শ্রমিক ও অতি অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হচ্ছে। এরপরেও কেউ বাদ পড়লে সরাসরি ওনার সাথে যোগাযোগ করার জন্য জানান।
মাতারবাড়ী ইউনিয়নের ট্যাগ অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তা সৌরভ হোসাইন জানান, লকডাউনের কারণে কর্মহীন সকলকে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পৌঁছে দিতে তালিকা যাচাই-বাছাই, সঠিক সুবিধাভোগীদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ কার্যক্রম যথাযথভাবে সম্পাদন করা হচ্ছে।