মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদগাঁওতে পুরুষ দিয়ে নারীদের সাজগোজের সংবাদে এলাকায় তোলপাড়! নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের মাইন বিস্ফোরণে বাংলাদেশি কিশোরের পা বিচ্ছিন্ন মহেশখালীতে প্রয়াত সাংবাদিক শফিকুল্লাহ খাঁনের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা  ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা ইরানকে শান্তির আহ্বান, না হলে আরো বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের উপদেষ্টা পরিষদে ২০২৫-২৬ অর্থবছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পাস নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে সেচ্ছাশ্রমে এক কিলোমিটার সড়ক মেরামত নাইক্ষ্যংছড়ি-রামু সড়কের বেহাল দশা, ভোগান্তিতে ৪লক্ষ মানুষ মহেশখালীতে প্রয়াত সাংবাদিক শফিকুল্লাহ খাঁনের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা জানারঘোনায় বন্যহাতির আক্রমণে আহত রিয়া মণির পাশে দাড়াঁলেন উপজেলা প্রশাসন।

মাতারবাড়ী সমাজ সেবা ফাউন্ডেশন সংগঠনের আত্মপ্রকাশ,অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ২০১ বার পঠিত

এম.এ.কে.রানা, মহেশখালী::
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর বিছিন্ন দ্বীপ মাতারবাড়ীতে ‘মাতারবাড়ী সমাজ সেবা ফাউন্ডেশন’ নামে একটি সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) সকাল ৮ টায় নতুন বাজারস্থ এ সালাম কমিউনিটি সেন্টারে ‘স্বনির্ভর আধুনিক মাতারবাড়ী গড়ার দৃঢ় প্রত্যয়ে’ স্লোগানে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

বিছিন্ন দ্বীপ মাতারবাড়ীবাসীর জন্য লড়ে যাওয়া ও কল্যাণকর কাজ করার নিমিত্তেই উক্ত সংগঠনের পথচলা। পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান আরম্ভ হয়।

হাফেজ সরওয়ার আজম এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাতারবাড়ী সমাজ সেবা ফাউন্ডেশন চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও প্রাণী চিকিৎসক ডা: মিনহাজুল আবেদীন নান্নু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাষ্টার জাকের হোছাইন, মাষ্টার মাওলানা বশির আহমদ, এডভোকেট আবুল হাসনাত রাসেল, মাওলানা মহসিন মজীদী, মাওলানা নুরুল ইসলাম মিনহাজ, মাওলানা আব্দুল মালেক মানিক।

বক্তব্যকালে মাতারবাড়ী সমাজ সেবা ফাউন্ডেশন এর চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও প্রাণী চিকিৎসক ডা: মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘ব্যক্তি নয়, প্রতিটি নাগরিকের অধিকার সুনিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।’ ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা ও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নবপ্রজন্মের মাঝে দেশাত্মবোধ ও মানবিকতার বিকাশ সাধন ও ইউনিয়নের প্রতিটি নাগরিকের জীবনমান উন্নয়নে কাজ করবে মাতারবাড়ী সমাজ সেবা ফাউন্ডেশন।

তিনি আরো বলেন, ছিন্নমুল মানুষের পাশে দাড়ানো, সামাজিক অসঙ্গতি, শিক্ষার সঙ্কট, বেকারত্ব, মাদক মুক্ত সমাজ গড়তে ও নারী নির্যাতনসহ নানামুখী সঙ্কটের বিপরীতে ‘মাতারবাড়ী সমাজ সেবা ফাউন্ডেশন’ সামাজিক সংগঠন গুরুত্বারোপ ভাবে কাজ করবে। এবং মাতারবাড়ীকে ঘিরে সরকারের যে মেগা প্রজেক্ট বাস্তবায়ন হচ্ছে সে মেগা প্রজেক্টে মাতারবাড়ী বাসীর জীবিকার সৃষ্টির লক্ষ্যে সবার সহযোগিতা একান্ত কাম্য। এবং আমরা বিশ্বাস করি ২৫ কিলোমিটারের এই মাতারবাড়ীকে আমরা যদি সবাই মিলেমিশে একসাথে সাজাতে পারি, তাহলে আমরা মাতারবাড়ীকে সিঙ্গাপুরের রূপ দিতে পারবো। মাতারবাড়ীকে সিঙ্গাপুরের রুপ দিতে যোগ্য নেতৃত্বের দরকার। মাতারবাড়ীর মানুষদের জন্য কাজ করার আমার সামনে বড় পরিকল্পনা রয়েছে।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাতারবাড়ী ইউনিয়ন কে মাদক মুক্ত, বেকার মুক্ত, দরিদ্র মুক্ত করার প্রত্যয় নিয়ে সামাজের অসহায়দের সহযোগীতাসহ সামাজিক উন্নয়নে কাজ করার উদ্দেশ্যে এই সংগঠন গড়ে তোলা হয়েছে। এ ব্যাপারে ইউনিয়নের সকল শ্রেণি পেশার মানুষদের আন্তরিকতা ও সহযোগিতা একান্ত প্রয়োজন বলে মনে করেন

আলোচনা সভা শেষে মাতারবাড়ী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দোস্ত, গরীব ও অসহায় ৬০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, বিধবা ও অসহায় ৫ মহিলাকে কাপড় সেলাইয়ের মেশিন বিতরণ করা হয়। এসব ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাউল, ২ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি পেয়াজ, ১ কেজি ডাল। এসব বিতরণের মধ্যদিয়ে সংগঠনের শুভ যাত্রা শুরু করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs