
এম.এ.কে.রানা,মহেশখালী:
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্র ও গভীর সমুদ্র বন্দর পরিদর্শনে আসলেন অন্তর্বর্তী সরকারের অর্থ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পে এসে পৌঁছান তিনি।
এসময় ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেদায়েত উল্যাহসহ প্রকল্পের কর্মকর্তারা। পরে উপদেষ্টা মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প ও বন্দর উন্নয়ন প্রকল্প এলাকার পরিদর্শন করেন।
বিদ্যুৎ প্রকল্প ও বন্দর উন্নয়ন প্রকল্প এলাকার পরিদর্শন শেষে কোলপাওয়ারের প্রশাসনিক সম্মেলন কক্ষে বিভিন্ন উন্ননয় প্রকল্পের কর্মকর্তাদের সাথে আলোচনা সভায় মিলিত হন তিনি।
এসময় সফর সঙ্গী হিসেবে ছিলেন— অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিভাগের সচিব মোঃ শাহরিয়ার কাদের সিদ্দিকী, অতিরিক্ত সচিব মোঃ ড. এ.কে.এম শাহাবুদ্দিন, যুগ্ম সচিব খাতিজা পারভীন, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. হেদায়েত উল্লাহ, মাতারবাড়ী বন্দরের উর্ধতন কর্মকর্তা ও প্রকল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বঙ্গোপসাগরের কূল ঘেঁষে মাতারবাড়ীর ১ হাজার ৬০০ একরের পরিত্যক্ত লবণ মাঠে নির্মাণ হচ্ছে দেশের বৃহৎ ১ হাজার ২০০ মেগাওয়াট ধারণক্ষমতার তাপবিদ্যুৎকেন্দ্র। বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে খরচ হচ্ছে প্রায় ৫১ হাজার ৯৮৪ কোটি টাকা। এর মধ্যে জাপানের উন্নয়ন সংস্থা জাইকা দিচ্ছে প্রায় ৪২ হাজার কোটি টাকা, বাকি টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার। প্রকল্প বাস্তবায়ন করছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড।
এ জাতীয় আরো খবর..