এম.এ.কে.রানা,মহেশখালী:
সামান্য বৃষ্টিতে চলাচলের অযোগ্য হয়ে যায় মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের পুরান বাজার-ফুলজান মোরা-পাবলিক স্কুল যাতায়াতের সড়কটি। বাজার থেকে গ্রামের ভেতরে প্রবেশ করতে পারে না জরুরি সেবার কোনো গাড়ি। এমনকি মসজিদ যেতেও চরম ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসীর। কাঁদা মাড়িয়েই স্কুল-মাদ্রাসা যেতে হয় শিক্ষার্থীদের।
সরেজমিনে দেখা যায়, সড়কটি মাটি ও বৃষ্টির পানির সংমিশ্রণে কাদার ভাগাড়ে পরিণত হয়েছে। দীর্ঘ বছর পরও সংস্কার করা হয়নি সড়কটি। জনপ্রতিনিধিরা ভোটের সময় প্রতিশ্রুতি দিলেও ভোটের পর আর তাদের দেখা মেলে না।
স্থানীয়দের অভিযোগ, সড়কটি দিয়ে প্রতিদিন যাতায়াত করে হাজারও মানুষ। দীর্ঘ বছর ধরে স্থানীয় চেয়ারম্যান-মেম্বার, প্রশাসন, উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় সংসদ সদস্যের কাছে কাঁচা সড়কটি পাকাকরণের জন্য দাবি জানিয়ে আসছিল। আশ্বাস দিলেও কিন্তু কেউ কোনো কাজ করেননি। তাই ভোগান্তি নিয়েই এ সড়কটি দিয়ে চলাচল করতে হচ্ছে।
এ বিষয়ে মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম. আবু হায়দার বলেন, সড়কটি অনেক পুরাতন, বৃষ্টির দিনে সড়কটি ব্যবহারের একেবারে অনুপযোগী হয়ে পড়ে। সড়কটি খুব শীগ্রই টেকসই সংস্কার কাজ শুরু হবে।