এম.এ.কে.রানা,কক্সবাজার:
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ীতে মানব সেবার ব্রত নিয়ে আধুনিক মানের চিকিৎসা যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে মাতারবাড়ী জেনারেল হাসপাতাল এন্ড প্যাথলজি সেন্টার নামের একটি হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৭ জুন) দুপুরে উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের নতুন বাজার পুলিশ পাঁড়ির পশ্চিম পাশে মকসুদ মাষ্টারের বিল্ডিং এ অবস্থিত এ হাসপাতালের উদ্বোধন করা হয়।
মাতারবাড়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা: মোহাম্মদ ইয়াকুব আলী’র সভাপতিত্বে মোহাম্মদ জুয়েল হোছাইনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বক্তব্য রাখেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি, ডা: মোহাম্মদ আলমগীর, মাতারবাড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আব্দু সাত্তার, মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত ইকবাল মুরাদ, মাতারবাড়ী ইউনিয়ন যুবলীগের যুব সংগঠক নুরুল আবছার, মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ শাহারিয়া, মাতারবাড়ী ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এনানুল হক মাহিম সহ প্রমুখ।
বক্তারা বলেন, মাতারবাড়ীতে উন্নতমানের চিকিৎসার ব্যবস্থা নাই। সামান্য জটিল কোন রোগী হাসপাতালে আসলে তাদের চকরিয়া,কক্সবাজার, বা চট্টগ্রামে পাঠাতে হয়। মাতারবাড়ী জেনারেল হাসপাতাল এন্ড প্যাথলজি সেন্টার হাসপাতালটি আধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে রোগীদের চিকিৎসা সেবা দেবেন। আশা করছেন এ হাসপাতালটিতে সেবার মান বজায় রেখে যথাযথ চিকিৎসা দিয়ে অসহায় জনগণের পাশে দাঁড়াবে এবং এখন থেকে মাতারবাড়ী-ধলঘাটা জনগণের চিকিৎসার জন্য আর চকরিয়া, কক্সবাজার বা চট্টগ্রামে যেতে হবে না বলে আশা করছেন। এসময় হাসপাতালের সাফল্য কামনা করেন বক্তারা।