এম.এ.কে.রানা,মহেশখালী:
ছয় মাসের একটি ফুটফুটে পুত্রশিশু মোহাম্মদ তামিম। তামিম’র জন্মের পর সিএনজি চালক আলতাফ-জান্নাতুল নাঈমা’র সংসারে বয়ে গিয়েছিল আনন্দের বন্যা। তবে সেই আনন্দ ছিল ক্ষণিকের। তামিম’র জন্মের কয়েক দিন পর তার হার্টে ছিদ্র ধরা পরে।
চিকিৎসকরা জানিয়েছেন, হার্টে ছিদ্র নিয়েই তামিম জন্ম নিয়েছে। দ্রুত সময়ের মধ্যে তার অপারেশন প্রয়োজন। অপারেশনের জন্য প্রয়োজন সাড়ে ৩ লাখ টাকা। তবে আর্থিক সংকটের কারণে চিকিৎসা খরচ জোগাতে পারছেন না তামিম’র মা ও বাবা।
তামিম মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের সিকদার পাড়া গ্রামের প্রবাস ফেরত সিএনজি চালক আলতাফ এর একমাত্র পুত্র। পূর্বে আলতাফের আরো ৩ শিশু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে। প্রবাস থেকে ইনকাম করে আনা সব অর্থ শিশুদের চিকিৎসার করতে খরচ করে ফেলেছেন। এখন তিনি সিএনজি চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছেন।
শিশুর পিতা আলতাফ বলেন, জন্মের কয়েক দিন পর আমার ছেলে তামিম অসুস্থ হয়ে পড়ে। তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ও পরবর্তী সময়ে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানে পরীক্ষা-নিরীক্ষার পরে তামিম’র হার্টে ছিদ্র ধরা পরে। ডাক্তাররা দ্রুত সময়ের মধ্যে তামিম’র হার্টের অপারেশন করাতে বলেছেন।অপারেশনের জন্য প্রয়োজন সাড়ে ৩ লাখ টাকা। কিন্তু আমি অর্থ সংকটের কারণে অপারেশন করাতে পারছি না। এমতাবস্থায় আমি সমাজের বিত্তবান সকলের সহযোগিতা কামনা করছি। যে যতটুকু পারেন আল্লাহর ওয়াস্তে আমার শিশুর জীবন বাঁচাতে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিন।
🟩 সাহায্য পাঠানোর ঠিকানা:
আলতাফ
☎️ +৮৮০১৮৫৭-৯৮৭৫৯৯(বিকাশ পারসোনাল)