এম.এ.কে.রানা, মহেশখালী:
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ীতে গলায় ফাঁস লাগানো অবস্থায় জেমি আক্তার (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত গৃহবধূ জেমি আক্তার (২৮) মাতারবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ড সিকদার পাড়া এলাকার মোহাম্মদ কাসেম এর কন্যা ও দক্ষিণ রাজঘাট বিল পাড়া এলাকার প্রবাসী পারভেজ এর স্ত্রী।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টায় ইউনিয়নের ৩নং ওয়ার্ড দক্ষিণ রাজঘাট বিল পাড়া নামক এলাকায় নিহতের শ্বশুরবাড়ি থেকে লাশ উদ্ধার করে মাতারবাড়ী ক্যাম্পের পুলিশ।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাতারবাড়ী থেকে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার পরবর্তী মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।