এম. এ.কে.রানা,মহেশখালী:
মাতারবাড়ীতে ছাত্র কল্যাণ পরিষদ কতৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা ২০২৩ এ ৮ম শ্রেণি থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে ১ম স্থান অর্জন করেছে মাতারবাড়ি সৃজনী কেজি এন্ড মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ইশরাত জান্নাত ইমু।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে মজিদিয়া মাদ্রাসার হল কক্ষে ছাত্র কল্যাণ পরিষদ কতৃক আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ১ম স্থান অর্জনের সম্মাননা গ্রহণ করেন।
ইশরাত জান্নাত ইমু মাতারবাড়ীর বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইসলাম সওদাগর ও মাতারবাড়ী তৈয়্যবিয়া তাহেরিয়া বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষিকা ফাতেমা বেগম এর কন্যা।
ইশরাত জান্নাত ইমু ১ম স্থান অর্জনে করায় তার আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা বিভিন্নভাবে অভিনন্দন জানিয়েছেন। সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন এই মেধাবী শিক্ষার্থীর মা-বাবা।