এম.এ.কে.রানা,মহেশখালী::
৫২তম পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মহেশখালীর মাতারবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে হাজার হাজার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে জশনে জুলুস।
সকাল থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে জশনে জুলুসে অংশ নিতে বিভিন্ন ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে জড়ো হতে থাকেন হাজারো ধর্মপ্রাণ মুসলমান।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯ টায় মাতারবাড়ী গাউছিয়া কমিটি ও আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর যৌথ উদ্যোগে তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া বালিকা দাখিল মাদ্রাসার মাঠ থেকে জশনে জুলুস বের হয়।
জুলুসটি তৈয়্যবিয়া মাদ্রাসা হয়ে পুরান বাজার, মজিদিয়া মাদ্রাসা হয়ে নতুন বাজার, মিয়াজির পাড়া হয়ে মাইজ পাড়া, সর্দ্দার পাড়া হয়ে সাইরার ডেইল, প্রকল্পের ২নং গেইট হয়ে মগডেইল, বাংলা বাজার হয়ে তৈয়্যবিয়া মাদ্রাসায় এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সমগ্র মুসলিম উম্মার এবং দেশ ও জাতির জন্য শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় ধর্মপ্রাণ মুসল্লিরা নানা রঙ-বে-রঙের ব্যানার ফেস্টুন ও কলেমা খচিত পতাকা নিয়ে ‘নারায়ে তাকবির আল্লাহু আকবর, নারায়ে রিসালাত ইয়া রাসুলাল্লাহ’ ধ্বনিতে স্লোগান দিতে থাকে। হামদ, নাত, তাকবির, দরুদ শরিফ ও জিকিরে মুখরিত ছিল ইউনিয়নের সড়ক গুলো।
শিশু থেকে বৃদ্ধ নানান বয়সী নবী প্রেমী ধর্মপ্রাণ মুসল্লীরা পায়ে হেঁটে, পিকআপ, সিএনজি, টমটম ও মোটরসাইকেলে অংশ নেন জুলুসে। জুলুসের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনীর সদস্য ও অসংখ্য স্বেচ্ছাসেবকরা দ্বায়িত পালন করেছেন।
এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষে মাতারবাড়ীতে বিভিন্ন ইসলামিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে সড়কে শতাধিক তোরণ, মসজিদ, মাদ্রাসায় করা হয়েছে দৃষ্টিনন্দন আলোকসজ্জা।