এম.এ.কে.রানা,মহেশখালী,কক্সবাজার:
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের জালিয়া পাড়া ও ষাইট পাড়া এলাকায় ঘূর্ণিঝড় রেমাল এর আঘাতে ক্ষতিগ্রস্ত প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে নিজস্ব অর্থায়ণে সাবেক চেয়ারম্যান এনামুল হক চৌধুরী রুহুল এর সার্বিক সহযোগিতায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন মহেশখালী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জয়নাল আবেদীন।
শুক্রবার (২১ জুন) বিকালে মাওলানা আহমদ উল্লাহর সভাপতিত্বে ও অহিদুল কাদের অহিদ এর পরিচালনায় ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ডাল, আলু, পেয়াজ, তেল, আঠা, চিনিসহ বিভিন্ন ১০ আইটেম দেয়া হয়েছে।
ঘূর্ণিঝড় রেমালের ফলে মাতারবাড়ী ইউনিয়নের জালিয়া পাড়া ও ষাইট পাড়া এলাকায় জোয়ারের পানিতে বিলীন ও ক্ষতিগ্রস্ত হয় ঐসব পরিবার গুলোর বাড়ী-ঘর।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এনামুল হক চৌধুরী রুহুল, মহেশখালী উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবু ছালেহ, মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী মেম্বার, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম সহ প্রমুখ।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন মাতারবাড়ী ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল কবির, ইউনিয়ন যুবলীগের ক্রীড়া সম্পাদক ফারুকুল ইসলাম, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, সবে মাত্র নির্বাচিত হয়েছি, সরকারিভাবে এখনো কোন বাজেট পায়নি। ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাব মাতারবাড়ী ইউনিয়নের জালিয়া পাড়া, ষাইট পাড়া এলাকার ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের কথা চিন্তা করে আমি আমার ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি।
তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়ের পরপরই ত্রাণ সামগ্রী গুলো দেওয়ার কথা ছিল, কিছু সরকারি কাজে ব্যস্থ থাকার কারণে দেওয়া হয়নি। শুক্রবার প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। অনেকই বাদ পড়েছে। সামনে এভাবে পর্যায়ক্রমে আরো অনেক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেব।