এম.এ. কে.রানা,মহেশখালী:
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে ৩ কন্যা সন্তানের জননী ঝিনুক আকতার নামের এক বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
আগুনে বিধবা ঝিনুক আকতারের তিল তিল করে জমানো সংসারের যাবতীয় জিনিসপত্র সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় বসতঘরের মধ্যে থাকা তার বোনের জমানো নগদ ১ লক্ষ টাকাসহ সব মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় স্থানীয়দের সহায়তায় ঘরের আগুন নিভানোর গেলেও মূল্যবান আসবাবপত্রসহ কিছুই রক্ষা করতে পারেনি।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের পশ্চিম তিতা মাঝির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঝিনুক আকতার একই এলাকার মৃত জানে আলমের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে হঠাৎ করেই বসতঘরটি থেকে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে।আগুনের লেলিহান শিখা মুহুর্তেই ঘরটির চারপাশে ছড়িয়ে পড়ে।
এলাকাবাসীরা এগিয়ে এসে পাশের পুকুর থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেও করে।ঘন্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তার আগেই বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
বিধবা ঝিনুক আকতার জানান, প্রায় দুই বছর আগে তার স্বামী মারা যায়।সেই থেকে সেলাই কাজ করে উপার্জিত সামান্য অর্থ থেকে সংসারের খরচ করে একটু একটু করে টাকা জমিয়ে স্বপ্নের ঘরটি তৈরি করেছিলেন। কিন্তু আগুন কেড়ে নিয়েছে তার সেই স্বপ্ন। আর তাই ওই আগুনে সব কিছু পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে গেছেন তিনি।৩ কন্যা সন্তান নিয়ে এখন কোথায় থাকবেন বা কি খাবেন তাও তার জানা নেই।
এ বিষয়ে মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবু হায়দার বলেন, আগুনে বিধবা ঝিনুকের স্বপ্ন পুড়ে গেছে।৩ সন্তান নিয়ে তিনি কোথায় যাবেন, কি করবেন। তার পাশে দাঁড়ানো এখন আমাদের সকলের দায়িত্ব। ইউনিয়ন পরিষদ থেকে তাকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। সমাজের বিত্তবানদের ঝিনুক আকতারের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন তিনি।