সংবাদ বিজ্ঞপ্তিঃ
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আফজলিয়া পাড়ার ভূমিদস্যু আখতারুজ্জামান বাবু গং এর কবল হতে মাতারবাড়ির লম্বাঘোনা অবৈধভাবে দখলমুক্ত করতে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করায় শিক্ষিকা মশরফা জন্নাতকে জড়িয়ে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রকাশ করার প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৬ নভেম্বর (মঙ্গলবার) বিকালে মাতারবাড়ি রাজঘাটের প্রধান সড়কে লম্বাঘোনার সরকারি লিজ নেওয়া ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন ৪০-৪৫ বছর আগে থেকে মাতারবাড়ি কমিটির নামে এ লম্বাঘোনা চিংড়ী ঘেরটি সরকার থেকে লিজ নিয়ে শান্তিপূর্ণ ভোগদখল করে এসেছি। গত ২ বছর আগে আমরা ইয়ার মোহাম্মদ সিকদারকে চিংড়ী প্রজেক্টটি ইজরা দিলে তিনি- আখতারুজ্জামান বাবুকে পার্টনার করে লম্বাঘোনা পরিচালনা করেন। কিন্তু আখতারুজ্জামান বাবু ভূমিদস্যু ও ডাকাত বিধায় তিনি ঘোনাটি দখল করে আমাদের হয়রানি করে আসছে। তার বিরুদ্ধে মশরফা জান্নাত প্রশাসনের নিকট লিখিত অভিযোগ করলে ভূমিদস্যু বাবু কৌশলে মশরফা জন্নাতের বিরুদ্ধে মিথ্যা ও ভূয়া বানোয়াট চাঁদাবাজির অভিযোগ এনে একটি মিথ্যা মামলা করে পত্রিকায় একটি সংবাদ প্রকাশ করে মানহানীর চেষ্টা করে। আমরা এঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি এই মিথ্যা মামলা প্রত্যাহার সহ আমাদের লম্বাঘোনা ভোগদখল করতে প্রশাসনের প্রতি অনুরোধ করছি এবং এই ভূমিদস্যু আখতারুজ্জামান বাবুসহ তার সন্ত্রাস বাহিনীকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এদিকে এবিষয়ে এই লম্বাঘোনা ইজারাদার ইয়ার মোহাম্মদ সিকদার জানান- দু বছর আগে আমি মাতারবাড়ি কমিটি থেকে ঘোনাটি চুক্তির মাধ্যমে ইজারা নিই। আমার জানামতে ঘোনাটি ২০-৩০ বছর আগে থেকে মাতারবাড়ি কমিটি ভোগদখল করে আসছে এবং জেলা পর্যায়ের আওয়ামী লীগের একটি অংশকেও কিছু টাকা দিতে হতো। আমার ইজারার মেয়াদ শেষ হয়েছে।
মশরফা জান্নাত বলেন- আমি একজন শিক্ষক এবং লম্বাঘোনার একজন মালিক ও ইজারাদার। আমরা ঘোনাটি ইয়ার মোহাম্মদ সিকদারকে ইজারা দিলে তিনি ঘোনা পরিচালনা করতে বাবুকে পার্টনার করে।পরে তিনি তার ডাকাত বাহিনী দিয়ে কৌশলে ইয়ার মোহাম্মদ সিকদারকে তাড়িয়ে দিয়ে ঘোনাটি দখল করার চেষ্টা করে। এবিষয়ে আমি লিখিত অভিযোগ করায় সে তার ভাইকে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা, ভূয়া ও বানোয়াট তথ্য দিয়ে আমার বিরুদ্ধে একটি মামলা করে এবং একটি মানহানিকর সংবাদ প্রকাশ করে। আমি এঘটনায় প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার দাবি করছি এবং এই ডাকাত ভূমিদস্যু আখতারুজ্জামান বাবুকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এ জাতীয় আরো খবর..