জিয়াউল হক জিয়া,কক্সবাজারঃ
কক্সবাজারের চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের বেতুয়া বাজারস্হ মাতামুহুরী নদীতে মাছ ধরতে গিয়ে দুই যুবক নিহত হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।
সলিলসমাধিত যুবকেরা হলেন-উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কালাগাজী সিকদারপাড়ার ইদ্রিস মিয়ার ছেলে মনছুর আলম (২১) ও একই ইউপির ৭নং ওয়ার্ডের সিকান্দরপাড়ার আবদুস সালামের ছেলে মো. মুবিন (১৮)।
স্থানীয়রা জানান,সকাল ৯টার দিকে বেতুয়া বাজারস্হ মাতামুহুরী ব্রীজের নিচে দুই যুবক মাছ ধরতে নামে।এ সময় মাছ ধরাকালে চোরাবালিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন তারা।পরে পাশ্ববর্তী লোকজন তাদেরকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে। তারপর ১১টার দিকে চকরিয়া ফায়ার সার্ভিসের ডুবুরি গিয়ে খোঁজতে-খোঁজতে একঘন্টার অধিক সময় ধরে খোঁজে তাদেরকে মৃত্যু অবস্থায় উদ্ধার করেছেন।
এবিষয়ে ইউপি চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না বলেন,সকালে নদীতে মাছ ধরতে গিয়ে দুই যুবক নিখোঁজ হন। পরে স্হানীয় লোকজন সহ ডুবুরিরা উদ্ধার তৎপরতায় মৃত্যুবস্হায় দুইজনকেই উদ্ধার করা হয়েছেএতে সলিলসমাধিক পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি।ভবিষ্যতে যাতে নদীতে কেউ এভাবে না নামে তার জন্য সর্তকতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন বলে জানান।