রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় আ’লীগ নেতা ভূমিদস্যুর জামালগং থেকে জায়গা উদ্ধারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল নাইক্ষ্যংছড়িতে দেশীয় তৈরি ২টি একনলা বন্দুক উদ্ধার  আটক ১ জাবি কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে ইমরান-বোরহান রাশেদের নিজ অর্থায়নে ১০০ পরিবারের মাঝে শীতবস্ত্র  বিতরণ বেপরোয়া ট্রাকের ধাক্কায় সংবাদকর্মী  জীবন নিহত  ঘুমধুমে শীতার্তদের মাঝে বিজিবি’র কম্বল বিতরণ লামায় বৈদ্যুতিক ফাঁদে শক খেয়ে বন্য হাতির মৃত্যু  নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির উদ্যোগে কম্বল বিতরণ মহা খুশি শীতার্ত মানুষ  খুরুশকুল ইউনিয়ন বিএনপি’র আংশিক কমিটির অনুমোদন লামায় ছিনতাইয়ের ঘটনায় চকরিয়া থানায় মামলা,ভিকটিম মামলার আসামী!

মহেশখালী কলেজের এইচএসসি-২৪ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

নুরুল করিম, মহেশখালী।
মহেশখালীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মহেশখালী কলেজ’র এইচএসসি-২০২৪ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২৭ শে জুন (বৃহস্পতিবার) সকালে কলেজ ক্যাম্পাসে সকল শিক্ষার্থীদের নিয়ে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন.কক্সবাজার-২, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ গভর্নিং বডির সভাপতি মীকি মারমা’র সভাপতিত্বে শুরুতে সহকারী অধ্যাপক আশিষ কুমার চক্রবর্তী’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন.. মহেশখালী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন.. উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন, মহেশখালী থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী, সাবেক চেয়ারম্যান শামসুল আলম, এতে বক্তব্য রাখেন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমদ কবির, সহকারী অধ্যাপক মোজাম্মেল হক ও অধ্যাপক ওয়াকার উদ্দিন, ক্রিড়া শিক্ষক সাংবাদিক আমিনুল হক, কলেজ গর্ভনিং বডির সদস্যবৃন্দ, গণমাধ্যমকর্মী’সহ কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রী এসময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বক্তব্যে এমপি বলেন, এ বিদায় হচ্ছে একটি স্তর থেকে অন্য স্তরে পর্দাপন করা। সাফল্য নিয়ে শিক্ষাক্ষেত্রে একধাপ এগিয়ে যাওয়া। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। সবাইকে শিক্ষা অর্জন করে দেশের কাজে নিয়োজিত হতে হবে।

অতিথি’রা শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত কামনা করে বলেন, তোমরাই দেশের ভবিষ্যত। সামনে তোমরাই দেশের হাল ধরবে। সবাই ভালো ভাবে পরীক্ষা দেবে। এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

অধ্যক্ষ জসিম উদ্দিন বলেন, শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা সমাপন্তে উচ্চ শিক্ষায় গমন করে ছোট পরিসর থেকে বড় পরিসরে জীবনকে গড়ে তুলবে। তোমরাই দেশের ভবিষ্যৎ, জাতীর আশা-আকাঙ্খার প্রতীক। শিক্ষার্থীদের এ বিদায় তোমাদের শিক্ষা জীবনের ধারাবাহিকতার একটি অংশ, প্রকৃতপক্ষে শিক্ষার্থীদের কখনো বিদায় হয় না। তোমরা সবসময়ই তোমাদের এ প্রিয় প্রাঙ্গনে আসবে এটাই প্রত্যাশা। তিনি শিক্ষার্থীদেরকে পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা পূর্বে প্রয়োজনীয় কাগজপত্রসহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশনা প্রদান করেন। শিক্ষার্থীরা অতীতের ন্যায় এবারও ভালো ফলাফলের মাধ্যমে কলেজের সুনাম অক্ষুন্ন রাখবে এ প্রত্যাশা ব্যক্ত করেন।”

উল্লেখ্য- যে আজ বঙ্গবন্ধু সরকারি মহিলা কলেজ, হোয়ানক কলেজ ও আলমগীর ফরিদ টেকনিকেল এন্ড বি.এম. কলেজেও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এবছর পরীক্ষায়… মহেশখালী কলেজ থেকে ৫৮৬ জন, বঙ্গবন্ধু সরকারি মহিলা কলেজ থেকে ৪৭০ জন, হোয়ানক কলেজ থেকে ১৪০ জন, আলমগীর ফরিদ টেকনিকেল এন্ড বি.এম. কলেজ থেকে ৮৪ জন। মোট ১,২৮০ জন শিক্ষার্থী আগামী ৩০ শে জুন (রবিবার) এইচএসসি-২০২৪ পরীক্ষায় অংশগ্রহন নিবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs