শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়া ইনানী মেরিনড্রাইভে ইয়াবাসহ একযুবতীকে আটক করেছে বিজিবি মাতারবাড়ীতে আগুনে পুড়ে ছাই এক বিধবা নারীর স্বপ্ন আরাকান আর্মির হাতে আটককৃত ২০ বাংলাদেশী জেলেকে ফেরত আনলো বিজিবি  গ্যাস ও এলএনজি সম্প্রসারণের বিরুদ্ধে কুতুবদিয়ায় ধরা’র নৌ- মানববন্ধন কুতুবদিয়ায় সাংবাদিককে মারধরের মামলায় অভিযুক্ত প্রকৃত আসামীদের নাম বাদ দিয়ে আদালতে চার্জশিট জমা দেয়ার অভিযোগ তদন্ত কর্মকর্তা বিরুদ্ধে টেকনাফে ৫ কোটির টাকার ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ  জালালাবাদে রেমিট্যান্স যোদ্ধার বশত বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ  রেঞ্জ কর্মকর্তা রতন লাল বেপরোয়া, রয়েছে পাহাড় সমপরিমাণ অভিযোগ  নিসচার ইতিহাস বদলে ফেলার অভিযোগ,জেলা প্রশাসকের কাছে কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দের স্মারকলিপি প্রদান চকরিয়া থানা পুলিশের অভিযানে আটক-৮ চকরিয়া প্রতিনিধিঃ

মহেশখালী উপজেলা আ.লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী আর নেই

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১৪০ বার পঠিত

হ্যাপী করিম,মহেশখালী প্রতিনিধি।

মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষীয়ান রাজনীতিক, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার পাশা চৌধুরী চৌধুরী (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন।

শনিবার (৬ ই এপ্রিল-২৪) দিবাগত রাত ৪টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সিইও’তে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি.. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ৬ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে যান।

বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি, প্রবীণ এই আওয়ামী লীগ নেতার মৃত্যুর সংবাদে শোকাহত এমপি প্রয়াতের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মহেশখালী কৃতি সন্তান এমপি আশেক তার শোকবার্তায় বলেন, ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে আজীবন ধারণকারী আনোয়ার পাশা চৌধুরী দলের দুঃসময়েও উপজেলা আওয়ামী লীগের সভাপতি’সহ বিভিন্ন গুরু দায়িত্ব কৃতিত্বের সঙ্গে মৃত্যুর আগ পর্যন্ত পালন করেছেন এবং সামাজিক ও এলাকাবাসীর কল্যাণে কাজ করে গেছেন তিনি। বিদগ্ধ মানুষটির মহাপ্রয়াণ সত্যিই অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি এলাকাবাসীর সেবায় আত্মনিয়োগের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছেন।

সর্বশেষ ২০২২ সালের ১৬ নভেম্বর অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী মহেশখালী উপজেলা আওয়ামী লীগের তৃতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হন। এর আগে তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, বঙ্গবন্ধু সরকারি মহিলা কলেজ, বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়, আনোয়ার পাশা চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা’সহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে অবদান রাখেন এবং দলের বিভিন্ন পদে গুরু দায়িত্ব পালন করেন।

আগামীকাল ৭ ই এপ্রিল (রবিবার) বিকাল ২টায় বঙ্গবন্ধু সরকারি মহিলা কলেজ মাঠে মরহুমের দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs