কাইছারুল ইসলাম
মৎস্য আহরণের পর ক্রয়-বিক্রয়ের সুবিধার্থে সরকার মহেশখালীতে একটি মৎস্য আহরণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছেন। এ কেন্দ্র স্থাপনের জন্য প্রাথমিক ভাবে স্থান যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। স্থান পরিদর্শনের জন্য জাপানী দুই সদস্য সহ মৎস্য অধিদপ্তরের একটি উচ্চ পর্যায়ের টিম আজ মহেশখালীর কয়েকটি স্থান পরিদর্শন করেন। এ পরিদর্শন টিমে ছিলেন, জাপানী নাতা হাসি ও ইবেতা, মৎস্য অধিদপ্তরের সাবেক ডিজি এ এম গুলজার, জেলা মৎস্য কর্মকর্তা এসএম খালেকুজ্জামান, মহেশখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবদুর রহমান খান, মেরিন ফিশারিজ অফিসার মোঃ আলাউদ্দীন আহসান। এ পরিদর্শন টিম দুপুরে মহেশখালী ডিজিটাল আইল্যান্ড সেন্টার সংলগ্ন স্থানে মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। উক্ত পরিদর্শক টিমের পরিদর্শনকৃত স্থান গুলো হলো – গোরকঘাটা বাজার সংলগ্ন পুরাতন বি আই ডব্লিউ ঘাট, তাজিয়াকাটা ঘাট ও ঘটিভাঙ্গা ঘাট। জেলা মৎস্য কর্মকর্তা এসএম খালেকুজ্জামান বলেন, মহেশখালীতে প্রায় ১৭ হাজার জেলে রয়েছে। কয়েকশত বিভিন্ন ধরনের মৎস্য আহরণের বোট রয়েছে। মৎস্য ক্রয়-বিক্রয় ও উঠা-নামানোর সুবিধার্থে মহেশখালীতে মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপন করার সম্ভাব্যতা যাচাই-বাছাই ও স্থাপনের উদ্যোগ গ্রহণ করার জন্য পরিদর্শন করা হয়।