কাইছারুল ইসলাম
মহেশখালীর ধলঘাটার ‘হোসাইনিয়া ফজলুল উলুম হাফেজিয়া মাদ্রাসা’র নাম পরিবর্তনে হীন ষড়যন্ত্র ও হাফেজ ফরিদুল আলমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজের পর সাপমারারডেইল জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে প্রাক্তন ছাত্র পরিষদের ব্যানারে এই মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন মাওলানা মুবিনুল হক, মুহাম্মদ আল মামুন, হাফেজ ফরিদুল আলম, দেলোয়ার, রেজাউল, আবু তাহের, মোহাম্মদ ওসমান, এনামুল হক, মাওলানা ওমর ফারুক প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৮৩ সালে অন্ধকার এলাকাটি আলোকিত করার জন্য এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়। মাদ্রাসার অনেক ছাত্র দেশের বিভিন্ন জায়গায় জ্ঞান বিতরণ করছেন। সম্প্রতি মাদ্রাসার নাম পরিবর্তনের জন্য একটি কুচক্রী মহল চেষ্টা করে যাচ্ছেন এবং হাফেজ ফরিদুল আলমের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। আমরা প্রাক্তন ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মানববন্ধনে মাদ্রাসার শিক্ষক, প্রাক্তন ছাত্র, মাদ্রাসার জমি দাতাসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।