হ্যাপী করিম, মহেশখালী:
দ্রব্য মূল্যে স্বাভাবিক রাখতে মহেশখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং। এসময় আট ব্যবসায়ীকে সতর্কতামূলক জরিমানা করা হয়েছে।
পহেলা ১ লা জানুয়ারি-২০২৫ (বুধবার) বিকালে মহেশখালী পৌরসভার গোরকঘাটা বাজারে মুদি ও কাঁচা মনিটরিং এবং মোবাইল কোর্ট পরিচালনা করেন… উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোঃ হেদায়েত উল্যাহ।
এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং পণ্যের গায়ে মেয়াদ সংক্রান্ত ট্যাগ না থাকায়, ০৮ টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ও ৩৮ ধারায় এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৮২ ধারায় ১ জনসহ সর্বমোট ২৫,০০০/= (পঁচিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনাকালীন সময়ে ব্যবসায়িকে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি ও মূল্য তালিকা টাঙানোর নির্দেশনা প্রদান করা হয়। এসময় ক্রেতারা বাজার মনিটরিং কার্যক্রমকে সাধুবাদ জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সংবাদকর্মীদের বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারদর স্বাভাবিক রাখতে এ অভিযান নানা অসঙ্গতির কারণে আট দোকানদারকে জরিমানা করা হয়। এছাড়া মুদির দোকানগুলোতে গিয়ে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ মালামাল দোকানে ক্রয়-বিক্রয় যেন না করা হয় সে বিষয়ে কঠোরভাবে নিষেধ করে দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, মহেশখালীর সকল বাজার পর্যায়ক্রমে এভাবে মনিটরিং করাসহ এ অভিযান অব্যাহত থাকবে।