হ্যাপী করিম, মহেশখালী প্রতিনিধি।
প্রাণিসম্পদে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহেশখালী উপজেলায় প্রাণিসম্পদ দিনব্যাপী সেবা ২০২৪ ও প্রদর্শনী মেলার উদ্বোধন।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে প্রানিসম্পদ ও ডেইরী উন্নয়ন (এলডিডিপি) প্রকল্পের অর্থায়নে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে শান্তির পায়রা উড়িয়ে প্রদর্শনী মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমা’র সভাপতিত্বে অতিথিবৃন্দরা বিভিন্ন প্রদর্শনীতে অংশ নেওয়া স্টলগুলো ঘুরে দেখেন।
এসময় মহেশখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে কর্মরত মনিটরিং এন্ড কো-অর্ডিনেশন অফিসার নিপা বড়ুয়া এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন..উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনুয়ারা ছৈয়দ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নন্দন কুমার চন্দ, উপজেলা রিসোর্স সেন্টার কর্মকর্তা মুহাম্মদ ইলিয়াছ, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সেলিম, মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, উপসহকারী প্রাণীসম্পদ অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম ও কামরুল হাবিব, সেবাকর্মী ও এলএসপি’সহ উদোক্তাতা এবং খামারিরা উপস্থিত ছিলেন।
মোলায় ৪ ক্যাটাগরীতে ৬০টি ষ্টলে উন্নত জাতের গরু, মহিষ, ছাগল-ভেড়া, দুম্বা, কবুতর, খরগোশ, পাখি, হাঁস-মুরগীসহ বিভিন্ন প্রজাতির গৃহপালিত পশু পাখি স্থান পেয়েছে।
এবিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নন্দন কুমার চন্দ বলেন- উৎপাদন বৃদ্ধির মাধ্যমে নিরাপদ আমিষ সরবারহ নিশ্চিত করা, দুধ, ডিম, মাংস, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টিকরা, পশু পাখি পালনে আধুনিক ব্যবস্থাপনা ও ছোট খামারীদের প্রতিকুল পরিবেশ মোকাবেলা করার বিভিন্ন পরামর্শ প্রদান করা হচ্ছে। প্রদর্শনী শেষে সেরা ৪ খামারীকে পুরস্কৃত ও অন্যান্য খামারিদের শান্তনা পুরস্কার প্রদান করা হয়।