হ্যাপী করিম,মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজারের একমাত্র দ্বীপ উপজেলা মহেশখালী’র নবাগত ইউএনও’র সাথে কর্মরত সাংবাদিকদের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়।
১১ ই ডিসেম্বর (বুধবার) বিকাল ৪ ঘটিকায় মহেশখালী উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হেদায়েত উল্লাহ সাথে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভার শুরুতে মহেশখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি জয়নাল আবেদীনের সঞ্চালনায় শুরুতে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
পরে মহেশখালী’র সময়-সাময়িক বর্তমান সার্বিক প্রেক্ষাপট নিয়ে সভায় বক্তব্য রাখেন.. দৈনিক ইত্তেফাক প্রতিনিধি, মহেশখালী প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি আবুল বশর পারভেজ, সহ-সভাপতি ছৈয়দ মোস্তফা আলী, দৈনিক আজাদী প্রতিনিধি ফরিদুল আলম দেওয়ান, উপজলা প্রেস ক্লাবের সভাপতি জেএইচ ইউনুস, সহ-সভাপতি এসএম রুবেল, বাংলাদেশ বেতার মহেশখালী প্রতিনিধি আমিনুল হক, জনকণ্ঠ মহেশখালী প্রতিনিধি ফারুক ইকবাল, কালবেলা মহেশখালী প্রতিনিধি রফিকউল্লাহ, মহেশখালী প্রেস ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক তারেক রহমান ও রমজান আলী, সহ-সভাপতি সিরাজুল হক সিরাজ, দৈনিক আজকের সংবাদ প্রতিনিধি, সাংবাদিক কন্যা বদরুন্নেছা সুখি (হ্যাপী করিম), যায়যায়দিন মহেশখালী প্রতিনিধি ইন্জিনিয়ার হাফিজুর রহমান, দৈনন্দিন পত্রিকা প্রতিনিধি শাহাবুদ্দিন সিকদার, খবরপত্র’র প্রতিনিধি কাইছার হামিদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন.. উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি এম আজিজ সিকদার, সাধারণ সম্পাদক অ.ন.ম হাসান, মহেশখালী প্রেস ক্লাবের সদ্য সাবেক সাধারণ সম্পাদক এম ছালামত উল্লাহ বিএ, সাবেক সাংগঠনিক সম্পাদক এম বশির উল্লাহ, সাবেক অর্থ-সম্পাদক মকসুদুর রহমান, দৈনিক গণসংযোগ প্রতিনিধি এইচ এম নুরুল করিম, দৈনিক চকোরী প্রতিনিধি সেলিম উল্লাহ, আমাদের কক্সবাজার প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, দৈনিক একুশে প্রতিনিধি হামিদ হোসেন, দৈনিক কক্সবাজার সংবাদ স্টাফ রিপোর্টার সুব্রত আপন ও প্রতিনিধি মহি উদ্দীন, সালাহউদ্দিন রতন, মহেশখালী সবখবর প্রতিনিধি শেখ আব্দুল্লাহ, ইসরাত শাহাজাহান’সহ প্রমুখ।
উক্ত সভায় নবাগত ইউএনও মোঃ হেদায়েত উল্লাহ সাংবাদিকদের সাথে তাঁর দায়িত্ব পালনের সময় ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, আমি আশা করি সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে, সড়ক যোগাযোগ, পাহাড়-বনপরিবেশ ও আইন শৃঙ্খলা রক্ষা এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন। যদি কোনো দুর্নীতির ঘটনা প্রকাশ্যে আসে, তা আমাকে দ্রুত জানাবেন। আমি আপনাদের সহযোগিতার জন্য সঙ্গে থাকবো ।
এ সময় তিনি সরকারি কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমে সবার অংশগ্রহণের আহ্বান জানান।
সাংবাদিকরা ইউএনও’র বক্তব্যকে স্বাগত জানান এবং এলাকার উন্নয়নে একযোগে কাজ করার আশ্বাস দেন।