প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ৭:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৪, ৭:০৭ পি.এম
মহেশখালীতে জাতীয় যুব দিবসের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
মহেশখালী প্রতিনিধি:
দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ' এই প্রতিপাদ্যে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা যুব অধিদপ্তর কতৃক ১ই নভেম্বর (শুক্রবার) র্যালী,আলোচনা সভা, সনদ বিতরণ'সহ ঋণের চেক হস্তান্তরের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২৪।
সকাল ১০ ঘটিকায় মহেশখালী উপজেলা প্রাঙ্গন থেকে শুরু হয়ে বর্ণাঢ্য র্যালী প্রধান সড়ক পদক্ষিণ শেষে পুরাতন উপজেলা হল রুমের সামনে এসে শেষ।
উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাকিল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন.. উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদেশি নারী কর্মকর্তা হেইজিন, উপজেলা সহকারী কমিশন ভূমি দীপক ক্রিপুরা, উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল, বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা কমান্ডার আমজাদ হোসেন, মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, তসলিমা আক্তার মুন্নী, উপজেলা যুব উন্নয়ন অফিসারের ক্যাশিয়ার নয়ন কান্তি শীল'সহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, প্রশিক্ষণার্থী, গ্রহণ ও আগ্রহী যুবক/যুবতী এবং সাংবাদিকবৃন্দ।
সমাপনী বক্তব্যে ইউএনও বলেন, যুবকেরাই দেশকে উন্নত অবস্থানে নিয়ে যেতে পারে। মাদক ও সন্ত্রাসবাদ যেন যুবসমাজকে বিপথগামী না করে সেদিকে নজর দেওয়া প্রয়োজন। তিনি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন ট্রেডে যুবক ও যুব মহিলাদের প্রশিক্ষণ দেয়। সময়ের সাথে প্রশিক্ষণে প্রোগ্রামিং ও ফ্রিল্যান্সিং এর মতো আধুনিক বিষয় যুক্ত হয়েছে।
আলোচনা সভা শেষে, আত্ম-নির্ভরশীল হওয়া প্রশিক্ষাণার্থী শফিউল আলম'কে ১,০০০০০( লক্ষ টাকা) ঋণের চেক, মহেশখালী যুব ফোরাম এর নিবন্ধন প্রদান'সহ কামিতারপাড়া যুব মৎস্যজীবি সমিতির প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদ বিতরণ করা হয়।
Copyright © 2025 Dainik Rupali Saikat. All rights reserved.