কাইছারুল ইসলাম,মহেশখালীঃ
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আঁধারঘোনা পূর্বগোদার পাড়া গ্রামে কুড়ালের আঘাতে ছেলের হাতে সৎ মায়ের মৃত্যু হয়েছে।
নিহত মুরশিদা বেগম (৩২), উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আঁধারঘোনা গ্রামের মোহাম্মদ আকতার হোসাইনের ২য় স্ত্রী।
জানা যায়,উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আঁধারঘোনা গোদার পাড়া গ্রামের আকতার হোসাইন প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় স্ত্রী(মুরশিদা বেগম) বিয়ে করে। কিন্তু প্রথম স্ত্রীর ছেলের সাথে দ্বিতীয় স্ত্রী (মুরশিদা বেগম)এর সাথে প্রায় সময় বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি হত।
২৪ই এপ্রিল (শনিবার) ভোরে সেহরি খাওয়ার সময় কথাকাটির জের ধরে সৎ ছেলে আব্দুল হান্নানের কুড়ালের আঘাতে সৎ মা (মুরশিদা বেগম) গুরুতর আহত হয়। আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। পরে চিকিৎসার অবনতি হওয়ায় থাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি চিকিৎসাধীন অবস্থায় ২রা মে রবিবার সকাল ১১ টার সময় মৃত্যু্রণ করেন।
মহেশখালী থানার ওসি মোহাম্মদ আব্দুল হাই বলেন, সৎ ছেলে কুড়ালের আঘাতে এক মায়ের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে জানা গেছে । এ বিষয়ে একটি মামলাও হয়েছিল। এটি হত্যা মামলা হিসাবে রুজু হবে। খুব শীগ্রই আসামিকে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনা হবে।