কাইছারুল ইসলাম, মহেশখালী।।
মহেশখালীর মাতারবাড়িতে ছাত্রলীগের হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আসিফ ইকবাল।
১৪ ফ্রেবুয়ারী রাত ১১ টার দিকে মাতারবাড়ির নতুনবাজারের লাইল্যাঘোনা এলাকায় এ হামলার শিকার হয় আসিফ।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মাতারবাড়ি মডার্ন হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চকরিয়া ম্যাক্স হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। বর্তমানে তিনি চকরিয়া ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।
সূত্রে জানা যায়, গত ১১ই ফেব্রুয়ারী মাতারবাড়ী সাউথ মগডেইল যুব উন্নয়ন ক্লাব কতৃক অলম্পিক ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। উক্ত খেলাকে কেন্দ্র করে ছাত্রনেতা আসিফ ইকবালের সাথে স্থানীয় কিছু ছাত্রলীগের নেতাকর্মীর সাথে ঝগড়া হয়। উক্ত ঘটনার সূত্র ধরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে মনে করেন স্থানীয়রা।
আসিফের চাচাতো ভাই সাবেক ছাত্রলীগ নেতা আরিফ রহমান বলেন, বর্তমান ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা এ হামলার সাথে জড়িত। আমরা উক্ত ঘটনায় সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
খেলা নিয়ে বিরোধের জের ধরে এ হামলা হয়েছে বলে মন্তব্য করেন মাতারবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ শাহারিয়া। তিনি বলেন, আমি উপজেলা ছাত্রলীগকে বিষয়টি অবগত করেছি।
ছাত্রলীগ নেতাকে হামলার ঘটনার সাথে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত করে বহিষ্কারসহ দোষীদের বিরুদ্ধে আইনাগত ব্যবস্থার দাবি জানাচ্ছি।
মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানান, ঘটনার বিষয়ে আমরা কোন লিখিত অভিযোগ পাইনি ৷ যদি কেউ অভিযোগ করে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।