হ্যাপী করিম,মহেশখালী।
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে এক অটোরিকশা গ্যারেজ মালিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ ই জুলাই) দুপুরে ওই ইউনিয়নের অফিসপাড়া গ্যারেজে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি একই এলাকার মরহুম সিরাজুল হক সওদাগরের ছেলে আব্দুল্লাহ আল মামুন হিরু (২৪)।
নিহতের পরিবার সূত্র থেকে জানা যায়, মঙ্গলবার (১৬ ই জুলাই) দুপুরে তার গ্যারেজে অটোরিকশাগুলো চার্জে দিতে তারের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এ ঘটনা ঘটে, এতে তার কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশিরা মামুনের বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনকে জানান।
পরিবারের লোকজন গ্যারেজে গিয়ে তাকে বিদ্যুতের তারের সঙ্গে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে গ্যারেজ থেকে স্থানীয়রা তার উদ্ধার করে কালারমারছড়া ইউনিয়ন স্বাস্থ্য ক্লিনিকে নিয়ে যান। এতে কর্তব্যরত চিকিৎসক ওই মামুন’কে মৃত ঘোষণা করেন।
মামুনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার বাদে এশার কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে দাপন সম্পন্ন হয়। তার মৃত্যু সহজে মেনে নিতে পারছেন না কেউ। সবসময় নিজে হাসিখুশি থাকতেন, চারপাশের মানুষকেও আনন্দে রাখার চেষ্টা করতেন। তিনি কারও সঙ্গে কখনও খারাপ আচরণ করতেন না। অমায়িক একজন ভদ্র ও ভালো মনের মানুষ ছিলেন বলে জানান।