সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে মাধ্যদিয়ে শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, দুর্নীতিবিরোধী র্যালি, মানববন্ধন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
মহেশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আশীষ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হেদায়েত উল্লাহ।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা, মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কাউছার আহমেদ, মহেশখালী উপজেলা দক্ষিণ শাখা জামায়াতের আমির মাষ্টার শামীম ইকবাল, মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, উপজেলা সমাজ সেবা অফিসার মো. দিদার আলম, কৃষি অফিসার মো. আনোয়ার হোসেন, উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ ফিরোজ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান,
উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাওলানা ইউনুস, মাষ্টার গিয়াস উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি রাজেশ খান্না শার্মা এছাড়াও দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সকল সদস্য’সহ ‘সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, স্কুল-কলেজের শিক্ষার্থী’রা উপস্থিত ছিলেন।
মহেশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনের পরিচালনায় সভায় বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে। আমরা যদি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করি তাহলে দুর্নীতি অনেকাংশে কমে যাবে। পাশাপাশি সরকারি প্রতিটি দপ্তরে যাতে গ্রাহক কোনোভাবে দুর্নীতি বা হয়রানি শিকার না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে দুর্নীতি বিরোধী সচেতনতা বৃদ্ধি করতে হবে।