রিয়াজ উদ্দিন:
কক্সবাজারে প্রথমবারের মত শিক্ষা সফরে ভিন্ন প্রক্রিয়া বাছাই করল উত্তরণ মডেল কলেজ। কলেজ সভাপতি শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলামের নেতৃত্বে শিক্ষার্থীদের মেধা, মননশীল বিকাশে ও বিজ্ঞানভিত্তিক জ্ঞান আহরণের লক্ষ্যে ভিন্ন উপায়ে শিক্ষা সফরের স্থান হিসেবে কক্সবাজার সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র ও বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট পরিদর্শনের মধ্য দিয়ে জেলার বুকে দৃষ্টান্ত স্থাপন করেছে এই কলেজটি।
৮ ডিসেম্বর (রবিবার) সকালে সফরের শুরুতে উত্তরণ মডেল কলেজের সভাপতি শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে কক্সবাজার সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র পরিদর্শন করেন এবং মৎস্য আহরণ সহ সামুদ্রিক মৎস্য সম্পদের ব্যবহার ও বিজ্ঞানভিত্তিক জ্ঞান অর্জনে শিক্ষার্থীদের সুযোগ করে দেন।
এসময় উপস্থিত ছিলেন উত্তরণ গৃহায়ন সমবায় সমিতির সহ—সভাপতি এড. তোফায়েল আহমদ, সমিতির পরিচালক ছৈয়দ করিম, মৌলানা শফিউল হক, রিদোয়ানুল হক, আবুল কালাম আবু, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীর সিনিয়র শিক্ষক রেজাউল করিম, বায়তুশ শরফ চক্ষু হাসপাতালের জেনারেল ম্যানেজার মোঃ শহিদ উদ্দিন মাহমুদ, উত্তরণ মডেল কলেজের শিক্ষকবৃন্দ ও অভিভাবকসহ প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সামুদ্রিক অপ্রচলন মৎস্য ভান্ডার সহ বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা আবু বক্কর। শিক্ষার্থীদের তিনি মাছ ও মাছ জাতীয় প্রজাতির পুন: উৎপাদনে দেশীয় মাইক্রোলজি লাইফ ফিশ চাষ ব্যবস্থাপনা, কাঁকড়া চাষ পদ্ধতি, ভেটকি মাছের প্রজনন ও পুনঃউৎপাদন সহ সামুদ্রিক নানা বিষয়ে শিক্ষার্থীদের ধারনা দেন।
এসময় শিক্ষক, সাংবাদিক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। মৎস্য গবেষনা ইনস্টিটিউটের কনফারেন্স হলে সংক্ষিপ্ত অনুষ্ঠানের পর সী একরিয়াম পরিদর্শন করেন অতিথিবৃন্দ। এসম্পর্কে বিস্তারিত জানিয়েছেন মৎস্য ও গবেষনা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুর রহমান।
কক্সবাজার মৎস্য গবেষনা ইনস্টিটিউট শিক্ষার্থীদের অপার সম্ভাবনার দ্বার উন্মোচন করে দিয়েছেন বলে মন্তব্য করেন শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম।
পরে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট (বিওআরআই) পরিদর্শন করেন কলেজ শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা।
এসময় সমুদ্র সম্পদের ব্যবহারের মাধ্যমে খনিজ, কৃষি, মৎস্য, পরিবেশ, ও শিল্প ক্ষেত্রের উন্নয়ন এবং পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়ন প্রযুক্তি উদ্ভাবন এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গবেষণা কার্যক্রম পরিচালনাসহ মানবকল্যাণে এর সফল প্রয়োগ, সমুদ্রবিষয়ক শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ এবং সমুদ্র সম্পদের অনুসন্ধান ও ব্যবহার সম্পর্কিত জ্ঞানের উন্নীতকরণ এবং সমুদ্র পরিবেশ রক্ষার কার্যক্রম সংক্রান্ত বাস্তব ধারণা শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রদান করে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট এর সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম।
পরিদর্শন পর্ব শেষে ছাত্র—ছাত্রীরা পৃথক উন্মুক্ত সেশনে যার যার মতো করে আনন্দ উচ্ছ্বাসে সময় কাটায়। সঙ্গীতের মূর্ছনায় শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান,ক্রীড়া ইভেন্ট ও র্যাফেল ড্র। যেখানে ছিল পুরস্কার হিসেবে স্মার্ট মোবাইল ফোন ও ক্রোকারিজসহ আকর্ষণীয় বিভিন্ন পুরস্কার।
সফরের সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন উত্তরণ গৃহায়ন সমবায় সমিতির পরিচালক, কলেজ শিক্ষক ও অভিভাবক সহ অন্যান্য অতিথিবৃন্দ।