নুরুল করিম,মহেশখালী:
বাঙালি জাতির ইতিহাসে এক ঐতিহাসিক দিন। অমর ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
দিবসটি উপলক্ষে মহেশখালী প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতি/সম্পাদকের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
মহেশখালীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের স্মরণে প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নিরবতা পালন করেন মহেশখালী প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক-এমপি।
মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, সাধারণ সম্পাদক ছালামত উল্লাহ বিএ, শিক্ষক ও সিনিয়র সাংবাদিক আমিনুল হক, দপ্তর ও প্রচার সম্পাদক আব্দুর রশিদ, সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক এম বশির উল্লাহ, জাহেদ সরওয়ার, তারেক আজিজ, নুরুল করিম, শাহাব উদ্দিন সিকদার, সুমন কান্তি দে, সেলিম উল্লাহ এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মি’সহ ভাষা শহীদের শ্রদ্ধা জানাতে ফুল হাতে স্মৃতির মিনারে জড়ো হন উপজেলা প্রশাসন, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পাশাপাশি নানা শ্রেণিপেশার মানুষের শ্রদ্ধার ফুলে ভরে উঠেছে শহীদ বেদি।
উল্লেখ্য, ২১ শে ফেব্রুয়ারি বাংলার ইতিহাসে একটি অমলিন দিন। ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের স্মরণে এই দিনটি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার দাবিতে অনেক তরুণরা আন্দোলন চালায়।ঠিক সেই সময় তাদের মিছিলে বর্বর হত্যাকাণ্ড চালানো হয়।কিন্তু সর্বশেষ পাকিস্তান সরকার বাংলাদেশের রাষ্ট্রভাষাকে বাংলা করতে বাধ্য হয়।সর্বশেষ মহান এই দিবসটিকে ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করা হয়। প্রতিবছর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে পালন করা হয়ে থাকে। এটিকে শহীদ দিবস নামেও পালন করা হয়ে থাকে। ভাষা শহীদদের স্মরণে এবং তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়।
এছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মহেশখালী উপজেলার স্কুল-কলেজ ও মাদ্রাসা’সহ পাড়া-মহল্লায়ও ছিল নানা আয়োজন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সবাই। এই শ্রদ্ধা আর ভালবাসায় বেঁচে থাকবে আমাদের প্রিয় মাতৃভাষা এমনটাই প্রত্যাশা সকলের। এসব আয়োজনে শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।