বার্তা পরিবেশক।
কলাতলী মেরিন ড্রাইভ হোটেল রিসোর্ট মালিক সমিতির উদ্যোগে এবং ব্ল্যাক স্টর্ম স্পোর্টস ক্লাবের আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে আগত পর্যটক এবং স্হানীয় লোকজনে মাঝে মাস্ক বিতরণ ও জনসচেতনতা মূলক কর্মসুচী পালন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মুকুল,সহকারী পুলিশ সুপার মেহেরিন,পরিদর্শক তোফায়েল, হোটেল মালিক সমিতির সেক্রেটারি মুকিম খান,ব্ল্যাক স্টর্ম স্পোর্টস ক্লাবের সভাপতি নোমান শাওন সহ কলাতলী মেরিন ড্রাইভ হোটেল রিসোর্ট মালিক সমিতি ও ক্লাবের সদস্য উপস্থিত সবাই সেচ্ছাসেবক হিসেবে কাজ করেন।কলাতলী মেরিন ড্রাইভ হোটেল রিসোর্ট মালিক সমিতির সেক্রেটারি মুকিম খান বলেন, যতদিন করোনা থাকবে ততদিন তাদের এই কার্যক্রম চলমান থাকবে।