চকরিয়া প্রতিনিধিঃ
বেড়াতে গিয়ে টমটম র্দুঘটনায় আহত হয়ে হাসপাতাল থেকে দুইদিন পরে লাশ হয়ে ফিরলেন শিশু আলভী(৮)।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) বিকেলে ঈদগাও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন ষ্টেশনের পূর্বেপাশে জুন্নাকাটা এলাকায় দূর্ঘটনাটি ঘটেছি।কিন্তু দূর্ঘটনা দুইদিন পর ১৮ ফ্রেব্রুয়ারী সকালে পার্ক ভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলভী।
নিহত-শিশু আলভী(৮) ডুলাহাজারার ২নং ওয়ার্ডের কাটাখালী গ্রামের সৌদি প্রবাসী আলী আহমদের বড়ছেলে।
র্দুঘটনা কবলিত এলাকার মেম্বার আব্দু শুক্কুর জানান,নতুন অফিস বাজার থেকে এক টমটম চালক চালের বস্তা নিয়ে আলভী বেড়াতে আসা বাড়িতে যায়।চালক গাড়ীটি ঐবাড়ীর গেটে দাঁড় করে,বস্তা কাঁদে নিয়ে বাড়িতে ঢুকে।এমতাবস্থায় ঐবাড়ীর এক ছেলে,নিহত আলভী সহ আরো ২/১ শিশু গাড়ীতে উঠে স্টাডিং মুচড়া দিলে সঙ্গে-সঙ্গে দৌঁড় মেরে একটি গাছে মেরে দিলে,আলভী গাড়ীটির ভিতরে লোহায় পড়ে মাথায় গুরুতর আহত হয়।পরে স্হানীয় পথচারীরা দেখে তাদেরকে উদ্ধার করে স্হানীয় হাসপাতালে নিয়ে গিয়েছিল বলে শুনছিলাম।পরে কি হয়েছে জানিনা।
নিহত শিশু আলভীর এলাকার একজন সমাজ সেবক বাদশা জানান,আলভী দূর্ঘটনায় আহত হলে,তাকে দ্রুত চট্টগ্রাম পার্ক ভিউ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিল।সেখানে চিকিৎসাধিন-বস্হায় আলভী মারা যান।আলভীর অকাল মৃত্যুতে নিহত পরিবার সহ এলাকায় নেমে আসে শোকে ছাঁয়া।