সংবাদদাতাঃ
বৃহস্পতিবার ৩০ সেপ্টেম্বর ভোর ৬ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত একটানা ৪ ঘন্টা পুরো কক্সবাজার জেলা এবং কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের আওতাধীন সকল এলাকা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কক্সবাজার বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আবদুল কাদের গনি জানান, দোহাজারী-কক্সবাজার-রামু-ঘুমধুম রেললাইন স্থাপনের জন্য বিদ্যুতের দোহাজারী-কক্সবাজার সঞ্চালনের জাতীয় গ্রীড লাইন সরানো এবং পূণস্থাপনের কাজ করতে গিয়ে এই ৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এছাড়া আগামী শুক্রবার ১ অক্টোবর থেকে বুধবার ৬ অক্টোবর পর্যন্ত পিকআওয়ারে একই কারণে ৫ থেকে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ লোডশেডিং থাকবে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ ও লোডশেডিং এর বিষয়ে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারী করা হয়েছে। এদিকে, উন্নয়ন কাজ করতে গিয়ে জনসাধারণের সাময়িক অসুবিধা হওয়ায় কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আবদুল কাদের গনি বিদ্যুৎ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।