রবিবার, ২২ জুন ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জানারঘোনায় বন্যহাতির আক্রমণে আহত রিয়া মণির পাশে দাড়াঁলেন উপজেলা প্রশাসন। ডুলাহাজারা ইউনিয়ন বিএনপিতে ৪জন উপদেষ্টা সহ ১২জন বিশিষ্ট আহবায়ক কমিটি প্রকাশ আইন শৃংখলার চরম অবনতি: ঈদগাঁওয়ে ফের অস্ত্রের মুখে সেতুর মালামাল ও  তিনটি গরু লুট ঈদগাঁওতে অস্ত্র ঠেকিয়ে গরু লুট- আতংকে এলাকাবাসী চকরিয়ায় ডেভিল হান্ট অভিযানে ১৬ জন আ’লীগের নেতাকর্মী আটক সাগরে নিষেধাজ্ঞা শেষ;দ্বিতীয় কিস্তির চাল এখনো পাননি দ্বীপের জেলেরা চকরিয়ায় অজ্ঞাত গাড়ীর ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু সমুদ্রপথে মায়ানমারে পাচারকালে সার ও এনার্জি ড্রিংক জব্দ,আটক-৬ আনন্দ-উচ্ছ্বাসে সাংবাদিক সংসদ কক্সবাজার’র ঈদ পুনর্মিলনী সম্পন্ন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন :সভাপতি নুরুল ইসলাম হেলালী,সাধারণ সম্পাদক এস এম জাফর

বৃষ্টি নেই,সড়কে জমে আছে র্দূগন্ধযুক্ত পানিঃদেখার কেউ নেই

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ মে, ২০২১
  • ৫৩৬ বার পঠিত

জিয়াউল হক জিয়াঃ
চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নস্হ মহাসড়ক সংলগ্ন পূর্বপাড়ার সংযোগ সড়কে জমে আছে গন্ধযুক্ত পানি। বৃষ্টি নেই তাই বেহাল দশায় দেখার যেন কেউ নেই।
পথচারী ও বাজারের দোকানদারের জানান,এই সড়কে জমে থাকা পানিগুলো বৃষ্টির পানি নয়।এসব পানি হচ্ছে খাবার হোটল আল মাজিদিয়া রেষ্টুরেন্ট ও বিরাণী হাউস সহ আশপাশের ভবনের টয়লেটের নলগুলো পূর্বপাড়া সড়কের ড্রেইনে সংযুক্ত করিয়ে দেওয়ার ফলে মল সহ র্দূগন্ধযুক্ত পানি আসে।বিভিন্ন ধরণের ময়লা,আর্বজনা ও খোসা পেলে ভরাট হয়ে যায়।যার কারণ এই পানিগুলো ড্রেইন দিয়ে যেতে না পারায় রাস্তা চলে এসে জমে যায়।এই কারণ সড়কের নিচু এই জায়গাতে পানি এসে জমে আছে।ফলে পানির র্দূগন্ধে দম বন্ধ হয়ে যায়-যায় অবস্হা।সুতরাং ড্রেইনে সংযোগ করা পাইপ লাইন সরানো ও ড্রেইনের ময়লা সরানোর দাবি সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি বলে জানান।

সরেজমিনে দেখা যায়,ড্রেইনটি ময়ল আর্বজনা ভরে গেছে।উক্ত ডেইন বাজারের বিভিন্ন খাবার হোটেল,দোকানপাট,আশপাশে থাকা ভবনের টয়লেটের পাইপ লাইন সংযুক্ত আছে।সড়কের মধ্যখানে একটি কালর্ভাট আছে।যার দু’পাশের ছিদ্র ময়লাতে ভরপুর।সর্বপুরি ড্রেইনটি পরিস্কার ও টয়লেটের পাইপ লাইন না সরালে বর্ষা মৌসুমের সমস্ত পানি এই সড়কের উপর দিয়ে চলাচল করবে।কিন্তু বেশীভাগ পানি সড়কেই জমে থাকবে।ফলে সড়কটি পানিতে ডুবে থাকবে বলে ধারণা করা হচ্ছে।তবে দ্রুত এসব পানি অপসারণ করা না হলে র্দূগন্ধ বিভিন্ন রোগ ছড়াবে।

খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেন বলেন,সকড়ে জমে থাকা পানি গুলো খাবার হোটেল সহ আশপাশের বিভিন্ন ভবনের র্দূগন্ধযুক্ত পানি।যারা ড্রেইনে পাইন লাইন সংযুক্ত করেছে আর যারা ময়লা ফেলেছে।তাদেরকে নিজ দায়িত্বে এসব তলে ফেলার নির্দেশ দেওয়া হবে।কথা না শুনলে বিষয়টি উর্ধ্বতন প্রশাসনের মাধ্যমে আইনগত ব্যবস্হা নিতে বাধ্য হব বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs