রিয়াজ উদ্দিন:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে কক্সবাজার সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পিএমখালীতে নানান প্রজাতির ফুলের গাছ রোপন করা হয়।
১৩ই জুন(শুক্রবার) বিকেলে পিএমখালী ইউনিয়নের পাতলী খালের দুই পাড়ে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার নীলুফা ইয়াসমিন চৌধুরীর নেতৃত্বে প্রায় ৩৫০টি কৃষ্ণচূড়া, জ্যাকারান্ডা, সোনালী ফুলের গাছ রোপন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা বিএনপির সদস্যসচিব ছৈয়দ নুর সওদাগর, জামায়াতে ইসলামী বাংলাদেশ পিএমখালী ইউনিয়ন শাখার সভাপতি মোস্তাক আহাম্মদ, পি.এম. খালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আরিফ উল্লাহ, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জামাল উদ্দীন এবং ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আবছার, ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ সহ পিএমখালীর সর্বস্তরের জনসাধারণ প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার নীলুফা ইয়াসমিন জানান,সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ও এলাকার মানুষের সার্বিক সহযোগিতায় বিগত ১লা অক্টোবর ২০২৪ইং তারিখে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী পাতলী মাছুয়াখালী খালের অবৈধ বাধ কেটে খালের পানি সর্বসাধারনের ব্যবহারের জন্য উন্মুক্ত করে সেখানে পারাপারের জন্য একটি কাঠের ব্রিজ তৈরি করে দেওয়া হয়।
তিনি আরো জানান,রোপনকৃত গাছগুলো সংরক্ষণের জন্য স্থানীয় ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করছি। এছাড়া উপজেলা প্রশাসনের পাশাপাশি আপনারাও পরিবেশ রক্ষায় সকলে গাছ লাগাতে সচেষ্ট হোন এবং অন্যকে উৎসাহিত করুন।
উল্লেখ্য যে, রোপনকৃত ৩৫০টি নানান প্রজাতির ফুলের চারা সংরক্ষনের জন্য চারপাশে বেড়া দেওয়া হয়েছে।