নিজস্ব প্রতিবেদক।
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে করোনা মহামারীর ক্রান্তিকালে বিমান বাহিনী ঘাঁটি শেখ হাসিনা’র মানবিক কার্যক্রম অব্যাহত আছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন বিমান বাহিনী ঘাঁটি শেখ হাসিনা—এর মাননীয় এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ শাফকাত আলী, ওএসপি, বিএসপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি)। ত্রাণ বিতরণকালে তিনি বলেন, করোনাকালে মানবিক দায়িত্ববোধের অংশ হিসেবে বিমান বাহিনী প্রধানের দিকনির্দেশনায় দুস্থ ও দরিদ্র পরিবারের মঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। গত ২৭ এপ্রিল থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়। এই মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।