জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎতের শর্টসার্কিটের কারণে টান্সফারমার সহ বৈদ্যুতিক খুঁটি জ্বলে মাটি পড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে।এতে অনিদিষ্ট সময় ধরে বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় ৫শত গ্রাহক।
বুধবার(৪ আগষ্ট) সকাল ৭ টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্বপাড়ায় ঘটেছে এ ঘটনা।
সরেজমিনে গেলে দেখা যায়,উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ব পাড়া গ্রামের সিরাজের বসতবাড়ীর পাশে ছিল এই বৈদ্যুতিক খুঁটি।স্হানীয়দের মতে টানা সাতদিনের ভারী বর্ষণে ফলে খুঁটির পাশে থাকা গাছের ডালের লেগে যায়।এতে বিদ্যুৎ সরবরাহ সময় গাছের ডালের সাথে লেগে শর্টসার্কিটে জ্বলে টান্সফারমার সহ বৈদ্যুতিক খুঁটি জ্বলে মাটিতে পড়ে যায়। ফলে ওই এলাকার প্রায় ৫শত গ্রাহক অনিদিষ্টি সময় ধরে বিদ্যুৎহীন হয়ে পড়ে র্দূভোগ বেড়েছে।
এবিষয়ে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির চকরিয়া শাখা ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোসাদ্দেকুর ইসলাম বলেন,ওই এলাকায় যে শর্টসার্কিট খুঁটি জ্বলে পুড়ে যাচ্ছে কেউ আমাদেরকে জানাইনি।মানুষ এতই অচেতন হলে ভবিষ্যতে আরো বড় ঘটবে।ঘটনাস্থলে আমার লোক গেছে,তারা জানিয়েছেন,বৈদ্যুতিক সরঞ্জাম সবকিছু নষ্ট হয়ে গেছে।তবে আমরা চেষ্টা চালাচ্ছি আজকের মধ্য খুঁটিসহ লাইন চালু করার জন্য।