শাহেদ হোছাইন মুবিন :
কক্সবাজারের উখিয়ার রাজাপালং আমবাগান নামের এলাকায় বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মাদক কারবারিদের ফেলে যাওয়া ২ লাখ পিস উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী হোসাইন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে ইয়াবার একটি বড় চালান আসার খবরে অভিযানে যান বিজিবি সদস্যরা। তাদের অবস্থান টের পেয়ে মাদককারবারিরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালান।
পরে সেখান থেকে ছয় কোটি টাকা মূল্যমানের ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।