চকরিয়া প্রতিনিধিঃ
চকরিয়া উপজেলার ভেওলা-মানিকচর ( বিএমচর) ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নির্বাচনী কার্যালয়ে নৌকা প্রতীকের প্রার্থীর বদিউল আলমের সমর্থকদের মাঝে পাল্টাপাল্টি হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।এসময় হামলায় দুইপক্ষের ৯ জন সমর্থক আহত হয়।বৃহস্পতিবার রাত ১০টার দিকে অত্র ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পুচ্ছলিয়া পাড়ায় নির্বাচনী কার্যালয়ে সমর্থকদের উপর হামলা ও কার্যালয় ভাংচুর করে নৌকা প্রতীকের সমর্থকরা। এ ঘটনায় ৪ জন আহত হয়েছে। এর জেরে রাত ১২টার দিকে চেয়ারম্যান জাহাঙ্গীরের সমর্থকরা নৌকার সমর্থকদের উপর হামলা চালায়।এসময় ৫জন আহত হয়। বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীর আলমের সমর্থক জমির উদ্দিন বাদী হয়ে নৌকার প্রার্থী বদিউল আলমকে হুকুমদাতা দেখিয়ে ৩২ জনের নাম উল্লেখ সহ ২০০ জন অজ্ঞাত দেখিয়ে থানায় এজাহার দায়ের। এদিকে, শুক্রবার সকালে নৌকার প্রার্থী বদিউল আলমের এক কর্মী বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছেন। চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন,বদিউল আলমের লোকজন হঠাৎ আমার নির্বাচনী কার্যালয়ে হামলা,ভাংচুর করেছে।এসময় আমার ৪ সমর্থক আহত হয়েছেন। নৌকার প্রার্থী বদিউল আলম বলেন,রাতে আমি ঢাকায় ছিলাম।তারা আমাকে ঠেকানোর জন্য নিজেই ভাংচুরের ঘটনা ঘটিয়ে, আমার সমর্থকদের উপর হামলা চালিয়েছে। এসময় ৫ কর্মী গুরুত্বর আহত হয়। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃওসমান গণি বলেন,বিএমচরে দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় দু’পক্ষের দুইজন লোক বাদী হয়ে এজাহার দায়ের করেছেন।প্রাপ্ত এজাহারে ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।