সংবাদ বিজ্ঞপ্তি;
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএস এফ) সদর উপজেলা শাখার আহ্বায়ক কমিটিতে দৈনিক রূপালী সৈকতের নির্বাহী সম্পাদক শেখ সেলিমকে আহ্বায়ক, এন আলম সিকদারকে( দৈনিক সাগর দেশ) সদস্য সচিব করে ১১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কক্সবাজার জেলা বিএমএসএফের সাধারণ সম্পাদক মোঃ শহীদুল্লাহ স্বাক্ষরিত এই তথ্য জানা যায়। অনুমোদিত আহ্বায়ক কমিটির মেয়াদ কাল এক মাস। আহবায়ক কমিটি আগামী এক মাসের মধ্যে সদর উপজেলায় কর্তব্যরত পেশাদার সাংবাদিকদের সুসংগঠিত করে মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ঘোষিত অনলাইনের মাধ্যমে সদস্য ফরম পূরন করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য বিএমএসএফের জেলা শাখা সভাপতি ফজলুল কাদের চৌধুরী নির্দেশ দিয়েছেন বলেও জানিয়েছেন। অনুমোদিত আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্ব প্রাপ্তরা হলেন যথাক্রমে আরিফ উল্লাহ নূরী (দৈনিক কক্সবাজার ৭১) ও জিয়াউল হক জিয়া(চলন বিলের খবর) । আহ্বায়ক কমিটি সদস্য হিসেবে যথাক্রমে, সালাহ উদ্দিন জাসেদ(দৈনিক আলোকিত উখিয়া) ,শামশুল আলম শ্রাবণ(দৈনিক সাগর দেশ),ফাহিম মুনতাসীর শোভন (দৈনিক বাংলা পত্রিকা ২৪.কম), সোহেল আরমান (দৈনিক গণ সংযোগ), ইয়াছির আরাফাত(দৈনিক আলোকিত উখিয়া),সাহাব উদ্দিন বাবু( ক্রাইমডিসকভারি) ও মো: রাশেদুল আলম রাশেদ (দৈনিক আলোকিত উখিয়া)। সদর উপজেলা কমিটি গঠনে সমন্বয়কের দায়িত্বে ছিলেন বিএমএসএফ কক্সবাজার জেলা শাখার সভাপতি ফজলুল কাদের চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ শহীদুল্লাহ ও সহ-সভাপতি আবুল হাশেম।