নিজস্ব প্রতিবেদক।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ ) এর নবম প্রতিষ্টাবার্ষিকী পালন করলো কক্সবাজার ঈদগাঁও থানা শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে ঈদগাঁও বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে থানা শাখা সভাপতি শেফাইল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এম আবু হেনা সাগরের সঞ্চালনায় প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন বি এম এস এফ জেলা শাখার সহ সভাপতি মোঃ রেজাউল করিম, ঈদগাঁও প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন, ঈদগড়ের সাংবাদিক জাফর আলম জুয়েল,ঈদগাঁও টিভির প্রধান সম্পাদক মাহমুদুল করিম , সাবেক ছাত্রনেতা ফরিদুল আলম (দুবাই ফরিদ) ঈদগাঁও থানা শাখার সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন পিন্টু, যুগ্ন সাধারণ সম্পাদক আশফাক উদ্দিন আরফাত, নির্বাহী সদস্য সাইমুম সওয়ার কায়েম ও কাউছার উদ্দিন শরীফ, সংবাদকর্মী আজিজুর রহমান রাজু, ও সেচ্ছাসেবী সংগঠক ইমরান তাওহীদ রানা। কেক কেটে শেষে মোনাজাত পরিচালনা করা হয়।