আবদুর রশিদ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা:
বান্দরবানে মোবাইল নাম্বার লিখে রেখে অভিনব কায়দায় মোটরসাইকেল চুরি করে পুকুরে ফেলে দিয়ে বিকাশে টাকা হাতিয়ে নিচ্ছিল একটি চক্র। পুলিশের অভিযানে আটক চোর চক্রের সদস্য।আটকৃত আসামি বান্দরবানের রোয়াংছড়ি থানার নয়া পতং ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর সাথিমং তংঞ্চঙ্গ্যা ছেলে রাহুল তংঞ্চঙ্গ্যা। এ
এসময় তার কাছ থেকে ৭টি সিম,৩টি মোবাইল,২টি মোটরসাইকেল উদ্ধার করে। বৃহস্পতিবার সকালে বান্দরবান পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন সভা কক্ষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানিয়েছে পুলিশ সুপার।এই সময় পুলিশ সুপার জানান,বেশ কিছুদিন ধরেই আমরা লক্ষ্য করছি একটি সক্রিয় চোর চক্র বান্দরবানের বাসা বাড়ি সহ মোটরসাইকেল চুরি করছে।
এদিকে বান্দরবান পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রায়হান কাজেমী,অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপারেশন আবদুল করিমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে।
উল্লেখ্য যে বান্দরবান শহরের বিভিন্ন জায়গা থেকে অভিনব কায়দায় মোটরসাইকেল চুরি করে দেয়ালে নম্বর লিখে যায় চোর চক্র।গত এক সপ্তাহে শহরের মধ্যমপাড়া,মেম্বারপাড়া ও চেয়ারম্যানপাড়া থেকে ৮টি মোটরসাইকেল চুরি করে নাম্বার দিয়ে যায় চক্রটি। হুমকি অনুযায়ী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠালে বাড়ির পাশের পুকুর,জঙ্গল কিংবা ঝোপঝাড়ে মেলে চুরি যাওয়া মোটরসাইকেল।পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে আধুনিক তথ্য প্রযুক্তি ও সিটি ফুটেজের মাধ্যমে বান্দরবান পুলিশ টিমের সক্রিয় অভিযানে এই চক্রের সদস্যকে আটক করতে সমর্থ হয়েছি।ভবিষ্যতেও এ ধরনের চোর চক্রের বিরুদ্ধে বান্দরবান পুলিশের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে।#