
মুহাম্মদ এমরান,লামা(বান্দরবান)প্রতিনিধি:
পার্বত্য বান্দরবানের লামা উপজেলা থেকে ৭ শ্রমিক অপহরণ হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার রাতে উপজেলার সরই ইউনিয়নের কমলা বাগান এলাকায় একটি খামারবাড়িতে হানা দিয়ে সন্ত্রাসীরা তাদের অপহরণ করে।
অপহৃতরা হেলাল সওদাগরের বাগানে গাছ কাটার কাজে নিয়োজিত ছিলেন।
অপহৃতরা হলেন মো. নুরু (৫০), মো. আলমগীর (৩৫), মো. শফি আলম (৩২), মো. হেলাল (৪০) ও গাড়িচালক মো. জামাল (৩২)। অপর দুজনের নাম জানা যায়নি।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, শ্রমিক অপহরণের খবর পাওয়ার সাথে সাথে সেনাবাহিনীর সহায়তায় পুলিশ অপহৃতদের উদ্ধার অভিযানে নেমেছে।
এ ঘটনার পর সম্ভাব্য জায়গাগুলোতে সেনাবাহিনী ও পুলিশ অপহৃতদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।
সূত্র জানায়, পাহাড়ি একটি সন্ত্রাসী গ্রুপ গত দুই মাস ধরে উপজেলার সরই, গজালিয়া, লামা সদর ইউনিয়ন ও বান্দরবান সদর উপজেলা টংকাবতী এলাকায় চাঁদাবাজি, অপহরণসহ নানা অপকর্ম করে আসছে।
স্থানীয়রা জানায়, কাঠ ব্যবসায়ীর কাছে সন্ত্রাসীরা সাত লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে। চাঁদার দাবিতে ও দাবিকৃত চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা তাদের অপহরণ করেছে বলে ধারণা করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন।
এ জাতীয় আরো খবর..