প্রেস বিজ্ঞপ্তি।
১৯৭১ সালের এই দিনে বিজয়ের ঠিক দুই দিন আগেই এদেশের কিছু পাকিস্তানি হায়নাদের দোসর আলবদর রাজাকারেরা বাংলার সূর্য সন্তানদের বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করেছিল বাঙালীদের মেধা শূন্য করার জন্য। কক্সবাজার জেলা প্রেসক্লাব সেই সূর্য সন্তানদের বিনম্র চিত্তে স্মরণ করেন।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে সন্ধ্যা ৬.৩০ ঘটিকার সময় দৈনিক রূপালী সৈকত কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে এবং বিএমএসএফ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কক্সবাজার জেলা সাংবাদিক মোঃ শহীদুল্লাহর সঞ্চালনায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক ফাহিম মুনতাসীর শোভন। সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা প্রেক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার এইচ এম এরশাদ, সিনিয়র সহসভাপতি ফরিদুল আলম শাহীন, বীর মুক্তিযোদ্ধার সন্তান দৈনিক গণসংযোগ এর সম্পাদক ও আর টিভি কক্সবাজার জেলা প্রতিনিধি সাইফুর রহিম শাহীন, কবি জসিম উদ্দিন, দৈনিক রূপালী সৈকতের ভারপ্রাপ্ত সম্পাদক এম এ হাশেম, জাহেদ হোসেন, এন আলম আজাদ প্রমূখ।
দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি জসিম উদ্দিন জিহাদ, এন আলম সিকদার, রমজান আলী সিকদার, এম এ সাত্তার, আমিন উল্লাহ, আরিফ উল্লাহ কাউসার নূরী প্রমূখ। মোঃ কেফায়েত উল্লাহ, মোহাম্মদ মিজানুর রহমান, মোঃ রাশেদুল হক চৌধুরী।
সভায় বক্তারা বলেন, কক্সবাজার জেলা প্রেসক্লাবের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হল ” বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা” এই তিনটি বিষয়ের বাইরে কোন প্রকার আপোষ করবেনা। যেখানে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার মাঝেই খুঁজে পাবেন শহীদ বুদ্ধিজীবীদের গৌরবান্বিত আত্মদানের কথা। কক্সবাজার জেলা প্রেসক্লাব বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কাজ করে যাবে।
সভায় ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরে আত্মদান করা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সভার সঞ্চালক মোঃ শহীদুল্লাহ ।