প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ প্রেসক্লাবের কক্সবাজার জেলার আহবায়ক ও উদ্যোক্তা হলেন সাংবাদিক মোহাম্মদ মিজানুর রহমান।
রবিবার ( ৫ জুলাই) রাত ৯ টার সময় বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও মহাসচিব সাংবাদিক ফরিদ খান বাংলাদেশ প্রেসক্লাবের প্যাডে সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষনা দেওয়া হয়।
জানা যায়, মুক্তিযুদ্ধের চেতনায় দেশব্যাপী সর্বস্তরের সাংবাদিকদের সংঘবদ্ধ করে অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে আগ্রহ প্রকাশ করায় চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক সাংবাদিক শহিদুল ইসলাম (দুলদুল) এর প্রস্তাবনায় সাংবাদিক মিজানুর রহমানকে বাংলাদেশ প্রেস ক্লাব কক্সবাজার জেলা শাখার উদ্যোক্তা ও আহ্বায়ক হিসেবে মনোনিত করা হয়েছে। আগামী ১২/০৮/২০২১ইং তারিখের মধ্যে সাংবাদিকতায় ১০ বছরের অভিজ্ঞদের সমন্বয়ে কক্সবাজার জেলার প্রতিটি উপজেলায় ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করে জমা দেয়ার জন্যে অনুরোধ করা হয়েছে। কমিটির নমুনা আহ্বায়ক ১ জন, যুগ্ম আহ্বায়ক ৩ জন, সদস্য সচিব -১ জন, সদস্য সাংগঠনিক-১ জন, সদস্য অর্থ-১ জন।