বার্তা পরিবেশক।।
কক্সবাজার সদরের পি.এম.খালী ইউনিয়নের চৌধুরী পাড়ার কৃতি সন্তান শামীম উদ্দীন। বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকে এসিসট্যান্ট ডিরেক্টর হতে ডেপুটি ডিরেক্টর পদে সদ্য পদোন্নতি লাভ করেছেন। তিনি ৩৫তম বিসিএস (শিক্ষা ক্যাডার) কক্সবাজার সরকারি কলেজে অর্থনীতি বিভাগে যোগদান করে পরে স্বেচ্ছায় অবসর নিয়ে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকে এসিসট্যান্ট ডিরেক্টর হিসেবে যোগদান করেছিলেন। বিষয়টি তিনি নিজের ফেসবুক আইডিতে স্টাটাস দিয়ে জানিয়ে দেওয়ার পরে সর্বত্র অভিনন্দনের বন্যা ভয়ে যাচ্ছে। তার এই সফলতায় পিএমখালী ইউনিয়নের সর্বস্তরের মানুষ শুভেচ্ছা জানিয়েছেন। সোস্যাল মিডিয়াই তাকে ঘিরে শুরু হয়েছে অভিনন্দন প্রতিযোগিতা। অনেকে তাকে শিক্ষাখাতে পিছিয়ে পড়া পিএমখালী ইউনিয়নের ভবিষ্যৎ শিক্ষার্থীদের অনুপ্রেরণা বলে মন্তব্য করেছেন।
পিএমখালী ইউনিয়নের জনপ্রতিনিধি,রাজনীতিবিদ ও সরকারি বেসরকারি চাকরিজীবী সহ সর্বস্তরের মানুষ তার সর্বাঙ্গীণ সফলতা কামনা করেছেন।