নিজস্ব প্রতিবেদক।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও কক্সবাজার সদর উপজেলা প্রশাসনের সহযোগীতায় প্রবল বর্ষণে পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল।কক্সবাজার সদরের ঝিলংজার বিভিন্ন ওয়ার্ডের বন্যার্ত পারিবার গুলোর মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
স্বাস্হ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে ঝিলংজা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চাঁদের পাড়া ও ৯ নং ওয়ার্ডের খরুলিয়ায় বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় কায়সারুল হক জুয়েল বলেন,“করোনাজনিত কারনে প্রায় চার মাস ধরে চলমান লকডাউন,এবং সাম্প্রতিক সময়ে বৃষ্টি ও বন্যাজনিত কারনে কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে সমাজের খেটে খাওয়া জনগোষ্ঠী। এ ক্রান্তিকালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এসব ত্রাণসামগ্রী বিতরণ করছি।পর্যায়ক্রমে বন্যা কবলিত সকলের মাঝে ত্রান বিতরণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন ঝিলংজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যা টিপু সুলতান, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সরওয়ার আলম চৌধুরী, ৯ নং ওয়ার্ডের এম ইউপি শরিফ উদ্দিন, টেক অফিসার সুব্রত শুভ সহ স্হানীয় নেতৃবৃন্দ।