চকরিয়া প্রতিনিধিঃ
চকরিয়ার প্রত্যন্ত অঞ্চল জাহাজকাটা পরিত্যক্ত তক্তার বিষে সয়লাব হয়ে পড়েছে। কাটের তক্তার সাথে আসা এসব ক্যামিকেল মিশ্রিত বিষাক্ত বর্জে বহদ্দার কাটা ষ্টেশন এলাকার বাড়ী-ভিটা, পুকুর, নালা, রাস্তাঘাট। বিষাক্ত বর্জের কারনে সৃষ্টি হয়েছে মারাত্মক পরিবেশ দুষন। ফলে মারা যাচ্ছে পুকুরের মাছ ও হাঁস-মুরগী। এ দৃশ্য দেখা যায়, বহদ্দার কাটা পুর্ব ষ্টেশনের পশ্চিমে। স্থানীয় লেদু মিয়ার পুত্র মানিক ও ফরহাদ নামে দুই ভাই বিষ মিশ্রিত এসব তক্তা এনে রাস্তাঘাটে রেখে কবুতরের বাসা তৈরীতে ব্যবহার করছে। এলাকাবাসী এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের আঞ্চলিক পরিচালক মোং নাজমুল হুদা বলেন, বিদেশ থেকে এনে নিলামে বিক্রীর সময় কাঠগুলো পাওয়া যায়। কাঠের তক্তায় কোন ধরনের বিষ ব্যবহার করা হয়েছে তা জানার জন্য ক্যামিকেল গুলো ল্যাবে পাঠাতে বলেন। তারপরই বিহিত ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।