উখিয়া প্রতিনিধি :
উখিয়ার বালুখালীতে বজ্রপাতে দুই রোহিঙ্গা নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে বালুখালী রোহিঙ্গা শিবিরের ১৭ নং ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বালুখালী ক্যাম্প-২ ইস্টের বাসিন্দা জামাল হোসেনের ছেলে মোহাম্মদ হারেজ (৩৫) ও ক্যাম্প-৮ ইস্টের বাসিন্দা মোহাম্মদ হাসেমের ছেলে নজিমুল হাসান (২৫)। তবে আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। এপিবিএন ও ক্যাম্প ইনচার্জের অফিস সূত্রে জানা যায়, বুধবার (১ সেপ্টেম্বর) রাতে নিজেদের ক্যাম্প থেকে পাশের ১৭ নং ক্যাম্পের শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন হারেজ ও হাসেম। সেখানে রাতযাপনের পর সকালে যখন ঝোড়ো বাতাসহ বৃষ্টি হচ্ছিল, তখন বসতঘরের ত্রিপল ঠিক করতে বের হন দুই জামায়। এ সময় বজ্রপাত হলে মৃত্যু হয় তাদের। বিষয়টি নিশ্চিত করে বালুখালী ১৭ নং ক্যাম্পের ইনচার্জ (সিনিয়র সহকারী সচিব) ইশতিয়াক শাহরিয়ার বলেন, বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিনজন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় ফিল্ড হসপিটালে চিকিৎসা দেওয়া হচ্ছে।