শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অনিয়ম ও দুর্নীতির ঊর্ধ্বে থেকে পরিচ্ছন্ন কক্সবাজার গড়তে সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক চলছে যৌথ বাহিনীর অভিযান:১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২ ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ মাতারবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুছ ফাসিঁয়াখালীতে ১০কেজি ওজনের অজগর সাপ উদ্ধার কক্সবাজার প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহফিলে মিলাদুন্নবী (স:) উদযাপন রেকর্ড বৃষ্টিতে কক্সবাজার প্লাবিত, পাহাড় ধ্বসে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ও কক্সবাজার সদরে ৬ জনের মৃত্যু সাধারণ মানুষকে পুলিশ হয়রানি করলে আমি তাকে হয়রানি করবো- কক্সবাজারের নবাগত পুলিশ সুপার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক শিশু ছাত্রের শ্লীলতাহানির অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক আটক কুতুবদিয়ায় এক ডাকাত আটক

ফের টেকনাফের শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিনে ভেসে আসছে গোলাগুলির বিকট শব্দ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

এবার কক্সবাজারের টেকনাফ উপজেলার সর্বশেষ সীমান্ত এলাকা শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিনের ওপারে মিয়ানমার সীমান্তে গতরাতে থেমে থেমে গোলাগুলির আওয়াজ শোনা গেছে।

শুক্রবার সকালেও কয়েকটি বিকট শব্দে বাংলাদেশ সীমান্তের এপারের মাটি কেঁপে ওঠেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, গতরাত প্রায় ১টা থেকে আজ সকাল ৭টা পর্যন্ত সীমান্তে থেমে থেমে মিয়ানমারের গোলাগুলির আওয়াজ শুনতে পান তাঁরা। মাঝেমধ্যে মিয়ানমারের গোলার শব্দে মাটি কেপে ওঠেছে এপারে ।
তবে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল প্রায় এক ঘণ্টা প্রচুর গোলাগুলিতে সীমান্তের এপারের মানুষের ঘুম ভেঙেছে বলেও জানা গেছে । এদিকে শাহপরীর দ্বীপের ওপারে মিয়ানমারের মংডুতে সকালে হেলিকপ্টার উড়তে দেখা গেছে । এর কিছুক্ষণ পরেই কয়েকটি বিকট শব্দে কেঁপে উঠেছে সীমান্ত এলাকা।

সেন্টমার্টিনের বাসিন্দা আমিন বলেন, মিয়ানমারে রাতভর থেমে থেমে গোলাগুলির শব্দ পাওয়া গেছে। তবে আজ সকালে কয়েকটি বিকট শব্দে এপারের মাটি কেঁপে উঠেছে। সেন্টমার্টিনের বাসিন্দারা খুবই আতঙ্কে আছে।
সেন্টমার্টিনের বাসিন্দা আবছার বলেন,রাত ও সকালে গোলাগুলির শব্দ শোনা গেছে। তবে সকাল থেকে এখনো আর গোলাগুলির আওয়াজ শোনা যায়নি। এমন পরিস্থিতিতে আতঙ্কে রয়েছে সীমান্তে বসবাসরত বাংলাদেশিরা।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফের সাবরাং ইউপির ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুস সালাম বলেন, রাতভর থেমে থেমে গোলাগুলি শব্দ কানে এসেছে । এতে স্থানীয় লোকজন অজানা আতঙ্কের মধ্যে রয়েছেন।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহি উদ্দিন আহমেদ জানান, মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার কারণে দুটি গ্রুপের মধ্যে থেমে থেমে গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন সীমান্তে থাকা বিজিবির সদস্যরা। সীমান্তে বিজিবি’র টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs