রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
সবার আগে ৫ আগষ্টের হত্যাকারীদের বিচার পরে অন্য কিছু-কক্সবাজারে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে ডা. শফিকুর রহমান কক্সবাজার পৌরসভার ইনডোরে বেলাল উদ্দীন চৌধুরী ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঈদগাঁও আমির সুলতান এন্ড দিল নেওয়াজ বেগম হাইস্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান  সোনাইছড়ি ইউনিয়ন পরিষদে প্রশাসক বদলী হওয়ায় নতুন প্রশাসক শহীদুল ইসলামকে  নিয়োগ  নাইক্ষ্যংছড়িতে সেতুর অভাবে ২০ গ্রামের হাজারো মানুষ চরম দুর্ভোগে মাতারবাড়ীতে শ্বশুরবাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ৮ ফেব্রুয়ারী কক্সবাজারে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমনে সার্বিক পরিস্থিতি তুলে ধরলেন-অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী মহেশখালীতে সাগরে মিলল তরুণের লাশ, পরিবারের দাবি হত্যা নাইক্ষ্যংছড়িতে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান তিন ভাটায় ৩ লাখ জরিমানা খুটাখালীতে লাল কার্ড নামক ভূয়া আইডি ব্যবহাকারী চাঁদার টাকা তুলতে গিয়ে পরিচয় শনাক্ত

প্রাণঝুঁকি নিয়ে করোনা আক্রান্তদের পাশে এমপি কমল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৩৫০ বার পঠিত

প্রেস বিজ্ঞপ্তি :
কখনো হাসপাতালে হাসপাতালে, আবার কখনো বাড়ি বাড়ি গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর খবরা-খবর নিতে প্রতিনিয়ত ছুটে চলছে কক্সবাজার-৩(সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
ছুটে চলার এ ধারাবাহিকতায় শনিবার (২৪ এপ্রিল) কক্সবাজার জেলা সদর হাসপাতালের কোভিট ওয়ার্ডে চিকিৎসাধীন করোনা রোগীদের দেখতে যান এমপি কমল। এ সময় তিনি আইসিইউ, এইচডিইউ এবং রেডজোন বেডে চিকিৎসাধীন রোগীর খবরা-খবর নেন এবং রোগীদের সাথে আলাপ করেন। এছাড়া হাসপাতালের চিকিৎসকদের সাথেও তিনি আলাপ করেন।
পরে সাইমুম সরওয়ার কমল এমপি কক্সবাজার জেলা যুবলীগ সভাপতি করোনাক্রান্ত সোহেল আহমদ বাহাদুর এর বাড়িতে গিয়ে তাঁর ও পরিবারের অসুস্থ রোগীদের খবরা-খবর নেন।
দুই দিন আগে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি রামু স্বাস্থ্য কমপ্লেক্সের ডেডিকেটেড আইসোলেশন সেন্টারে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার খবরা-খবর নেন।
সংক্রমনপ্রবন ও প্রবেশাধিকার সংরক্ষিত এলাকায় মৃত্যুর ঝুকি নিয়ে সাইমুম সরওয়ার কমল এমপি’র কোভিট হাসপাতাল পরিদর্শন আবারো নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
তথ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি সাংবাদিকদের বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসটি এবারে গত বছরের ভাইরাসের চাইতে অধিকতর খারাপ আকার ধারণ করেছে। এর সংক্রমন থেকে নিজেকে এবং নিজের পরিবারের সদস্যদের বাঁচাতে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তিনি সকল নাগরিককে অবশ্যই মাস্ক পরার উপর গুরুত্বারোপ করেন। এমপি কমল বলেন বিশ্বের অনেক উন্নত রাষ্ট্র করোনা মোকাবেলায় হিমশিম খাচ্ছে। বাংলাদেশেও করোনা ভয়াবহ রূপ নিয়েছে। দেশ-বিদেশের হাসপাতাল গুলোতে চিকিৎসার জন্য সিট খালি নাই। অপ্রতুল হয়ে পড়েছে চিকিৎসা সরঞ্জাম। এ দুর্যোগ সময়ে সচেতনতার বিকল্প নাই।
এমন পরিস্থিতিতে অতীতের মতো কর্মহীন মানুষের পাশে রয়েছে শেখ হাসিনার সরকার। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা গুলোকে দুস্থ মানুষের পাশে দাঁড়াতে এমপি কমল আহবান জানিয়েছেন।
সাইমুম সরওয়ার কমল এমপি তাঁর নির্বাচনী এলাকা কক্সবাজার সদর, পৌরসভা, ঈদগাঁও এবং রামুতে যেকোনো মানুষ সমস্যার সম্মুখীন হলে সরাসরি তাঁর সাথে যোগাযোগ করারও অনুরোধ জানিয়েছেন।
রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ জানান, মরণঘাতী করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই আক্রান্ত রোগীদের পাশে রয়েছেন আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি। মানব দরদী নেতা হিসেবে সবসময় তাঁকে অসহায় মানুষের পাশে দেখা যায়। যখন করোনাক্রান্ত পিতার কাছে সন্তান, সন্তানের কাছে মা, বোনের কাছে ভাই, স্ত্রীর কাছে স্বামী যায়নি ওই সময়ে অনেক করোনাক্রান্ত রোগীর মৃতদেহ দাফন করতেও তাঁকে আমরা দেখেছি। করোনা রোগীর খাদ্যসামগ্রী, অসহায় পরিবারে সহায়তা প্রদানসহ অসংখ্য মানবিক কাজে প্রাণঝূঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন এমপি কমল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs