রবিবার, ২২ জুন ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জানারঘোনায় বন্যহাতির আক্রমণে আহত রিয়া মণির পাশে দাড়াঁলেন উপজেলা প্রশাসন। ডুলাহাজারা ইউনিয়ন বিএনপিতে ৪জন উপদেষ্টা সহ ১২জন বিশিষ্ট আহবায়ক কমিটি প্রকাশ আইন শৃংখলার চরম অবনতি: ঈদগাঁওয়ে ফের অস্ত্রের মুখে সেতুর মালামাল ও  তিনটি গরু লুট ঈদগাঁওতে অস্ত্র ঠেকিয়ে গরু লুট- আতংকে এলাকাবাসী চকরিয়ায় ডেভিল হান্ট অভিযানে ১৬ জন আ’লীগের নেতাকর্মী আটক সাগরে নিষেধাজ্ঞা শেষ;দ্বিতীয় কিস্তির চাল এখনো পাননি দ্বীপের জেলেরা চকরিয়ায় অজ্ঞাত গাড়ীর ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু সমুদ্রপথে মায়ানমারে পাচারকালে সার ও এনার্জি ড্রিংক জব্দ,আটক-৬ আনন্দ-উচ্ছ্বাসে সাংবাদিক সংসদ কক্সবাজার’র ঈদ পুনর্মিলনী সম্পন্ন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন :সভাপতি নুরুল ইসলাম হেলালী,সাধারণ সম্পাদক এস এম জাফর

প্রবাহমান ঈদগাঁও নাশিখাল দখলদারদের কবলে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ২৫৯ বার পঠিত

শেফাইল উদ্দিন

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার প্রবাহমান ঈদগাঁও নাশি খাল ক্রমান্বয়ে জবর দখল হয়ে যাচ্ছে।একের পর এক নাশিখালের বেরিবাঁধ কেটে দখল করে নিচ্ছে দুর্বৃত্তরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয়রা। সরেজমিনে দেখা যায়, ঈদগাঁও পালপাড়া বিল হাতে মেহেরঘোনা – মাইজপাড়া হয়ে চৌফলদণ্ডী খালে মিলিত হয়েছে এ ঈদগাঁও নাশিখাল। গত কয়েক বছর আগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ নাশিখাল খনন করে দু পাশে বেরিবাঁধ নির্মাণ করা হয়েছে। ফলে অনেক অনাবাদি জমিতে চাষাবাদ হচ্ছে। কৃষকরা শুষ্ক মৌসুমে এ নাশিখালের পানি দিয়ে জমি চাষ করে আসছে ।
কৃষি নির্ভর এ এলাকার কৃষি ,ক্ষেতখামার ,পানি সেচ,মৎস, গৃহস্থালির পানির ব্যবহার সহ অনেক কিছু নির্ভর করে এ নাশিখালের উপর । এ অঞ্চলের কৃষি নির্ভরশীল অধিকাংশ মানুষের জীবন জীবিকা এ নাশিখালের উপর নির্ভর করে।
সম্প্রতি একটি চক্র এ নাশিখালের বিভিন্ন স্থানে বেরিবাঁধ কেটে জবর দখল করে নিচ্ছে। কেউ কেউ এ বেরিবাঁধ কেটে ফসলি জমি বানাচ্ছে আবার কেউ কেউ এ বেরিবাঁধ কেটে ক্ষেত খামার করছে । মেহের ঘোনা থেকে মাইজপাড়া হয়ে ঘোনা পাড়া পর্যন্ত প্রায় বেরিবাঁধ কেটে জবর দখল করে নিয়েছে। ফলে নাসিখাল বিলীন হয়ে যাচ্ছে । হুমকির সম্মুখীন হচ্ছে এ অঞ্চলের চাষাবাদ, মৎস্য ও ক্ষেত খামার । ধ্বংস হয়ে যাচ্ছে জীববৈচিত্র্য। ঈদগাঁও মাইজপাড়া এলাকার গিয়াস উদ্দিন বাবু,মোঃ,জকরিয়া, শাহজাহান সহ অনেকে জানান, প্রতিদিন দিন দুপুরে এ বেরিবাঁধ কেটে ফেলা হচ্ছে কিন্তু এ বেরিবাঁধ রক্ষায় এগিয়ে আসছে না কেউ।
এ ব্যাপারে নাশিখাল সংরক্ষণ ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক কাফি আনোয়ারের সাথে কথা হলে সত্যতা নিশ্চিত করে জানান এ ব্যাপারে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয়কে অবগত করেছি ঈদগাঁও নাশিখালকে জবর দখল মুক্ত করে টেকসই বেরিবাঁধ নির্মাণের দাবি জানাচ্ছি।
ঈদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ছৈয়দ আলমের মোবাইলে বারবার রিং দিয়ে ও রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় বিষয়টি জরুরী ভিত্তিতে দেখা হবে বলে জানান।
এলাকাবাসী জবরদখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs